বিনোদন

প্রায় কুড়ি বছর পর ফের চৌধুরি বাড়িতে ফিরল শ্যামা, তবে কি বদলে যাবে নিখিলের ভাগ্যের লিখন

শ্যামা-নিখিলের ভক্তের সংখ্যা দিন দিন যেন বেড়েই চলেছে।প্রতিদিন সন্ধ্যে ৭টা বাজলেই নিখিল-শ্যামাকে দেখার জন্য টিভির সামনে এক কাপ চা নিয়ে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক দেখতে বসে যান ভক্তরা। কলকাতা থেকে বেনারস অনেকটাই দূরত্ব বেড়ে গিয়েছিলো শ্যামা-নিখিলের। কিন্তু সেই দূরত্বই এবার কমালো শ্যামা-নিখিলের একমাত্র মেয়ে কৃষ্না । অজান্তেই নিখিলের ভীষণ প্রিয় হয়ে ওঠে কৃষ্না। তবে অন্যদিকে শ্যামা হারিয়ে যাওয়ার কারণে এখনো মনে দুঃখ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নিখিল।

তবে এবার গল্পের মোর ঘুরে গেলো অন্যদিকে।প্রায় কুড়ি বছর পর আবারও কলকাতায় মেয়ে কৃষ্নার সঙ্গে ফিরলো শ্যামা। কলকাতায় নাকি কৃষ্না তার মা শ্যামাকে নিয়ে বাবাকে খুঁজতে আসছেন । কিন্তু নিখিলই যে তার বাবা একথা কৃষ্না জানেন না। এই কথা এখনো রয়েছে আড়ালে। তবে কলকাতায় ফিরে শ্যামার ভয় বাস্তবে আবার পরিণত হলো। আবারও বিপদের মুখে পড়লো শ্যামা-কৃষ্না।

কিছু গুন্ডার মুখে পড়েন শ্যামা-কৃষ্না। কিন্তু হঠাৎ করে সেই সময় নিখিল এসে হাজির হন ও কৃষ্না ও তার মাকে গুন্ডাদের হাত থেকে বাঁচান। সেই সঙ্গে নিখিল সিদ্ধান্ত নেয় কৃষ্না ও তার মাকে তার বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য। প্রায় কুড়ি বছর পর আবারও চৌধুরী বাড়িতে ফিরলো শ্যামা ও তার মেয়ে কৃষ্না। তবে কি এবার ভাগ্যের লিখন বদলে যাবে শ্যামা-নিখিলের।

Back to top button