ছোট্ট শিশুর হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে খেলতে শুরু করলো বাঁদর, তুমুল ভাইরাল ভিডিও
বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রোজ কতকিছুই না ঘটে যাচ্ছে। প্রতিদিনই কতকিছুই না ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি বহু প্রতিভা উঠে আসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। হাতে মোবাইল ফোন থাকলেই হাতের মুঠোয় চলে আসে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে ছোট শিশুর হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে খুব মনোযোগ সহকারে ফোনের মধ্যে মাথা গুঁজে ঢুকে বাঁদর ছানা তার সে নিজেই একমাত্র জানে কিন্তু তার এমন ফোনের প্রতি ভালোবাসা দেখে গোটা সোশাল মিডিয়া উত্তাল হয়ে গেছে।আসলে বাঁদর ও ছোট্ট শিশুটি একসাথেই বড় হয়েছে তাই বাঁদর ও বাচ্চাটির খুব মধুর সম্পর্ক।
বর্তমান সময় আগেকার মত নয়। কারণ আগেকার দিনে মানুষ পশুদের যেভাবে দেখাশোনা করতো এখনকার দিনে তা দেখা যায় না। পাশাপাশি পশুপাখিরা বর্তমান বিপর্যস্ত কারণ বহু বনজঙ্গল কেটে বানানো হয়েছে কংক্রিটের বিল্ডিং। যার ফলে তারা তাদের বাসস্থান হারিয়ে ফেলছে। বর্তমান সময়ে তাদের একমাত্র ভরসা হয়ে উঠেছে মানুষ। এবারের এই ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে যে মানুষের মধ্যে এখনও মনুষত্য আছে। বাঁদর যে এতটা ফোনের প্রতি আসক্ত হতে পারে তা ভিডিওটি না দেখলে বিশ্বাস করা যায় না। সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ভারতেরই এক প্রত্যন্ত গ্রামে এক ছোট শিশু এবং বাঁদর ছানার মধ্যে অদ্ভুত এক ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে যেখানে তাদের মধ্যে রয়েছে ভালোবাসা ছাড়াও যথেষ্ট খুনসুটি।ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিওটি।
সোশ্যাল মিডিয়ার যুগে আমরা ঘরে বসে থেকে সবকিছু জানতে পারি সারটা বিশ্বের খবর ঘরে বসে থেকেই পাওয়া যায়। কখনো কারোর নাচ, গান, আবৃত্তি নানান রকমের প্রতিভা। আবার কখনো এই সমস্ত জীব জন্তুদের ঘটানো নানান রকম কাণ্ডকারখানা আগেকার দিনে এই সমস্ত জিনিস দেখার জন্য অপেক্ষা করতে হতো টেলিভিশনের পর্দায় ন্যাশনাল জিওগ্রাফি, এনিম্যাল প্ল্যানেট, ডিসকভারির উপর। বেশি কিছু নয় এখন হাতের কাছে একটা মোবাইল থাকলেই সমস্ত বিশ্ব মুঠোর মধ্যে চলে আসে। মুহূর্তে তুমুল ভাইরাল এই ভিডিওটি।রইলো সেই অসাধারণ ভিডিও।