বাদ্যযন্ত্র ছাড়াই দুর্দান্ত গান গেয়ে এক সাধারণ গৃহবধূ টেক্কা দিলেন রানু মন্ডলকে, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
রানু মণ্ডল ওনাকে কে না চেনেন। রানাঘাটের রানু মণ্ডল স্টেশনে গান গেয়ে ভিক্ষা করে নিজের দিন কাটাতেন। কিন্তু এক ভদ্রলোকের সহযোগিতায় তার কণ্ঠের গান হয়ে ওঠে রাতারাতি বিখ্যাত। তিনি রানাঘাট থেকে সফর করেছিলেন সুদূর বলিউডে। মুম্বাইতে গিয়ে হিমেশ রেশমিয়ার সাথে গান গাওয়ার সুযোগ পান রানু মণ্ডল। কিন্তু এবারের গল্প কিছুটা আলাদা। এক সাধারণ গৃহবধূ তাঁর নাম বিপাশা দাস। পেশায় একজন চা বিক্রেতা।
সেই সাধারণ মহিলা স্বামী ও সন্তানদের নিয়ে বাস করেন টিনের চালের ঘরে। চা বিক্রি করেই কোনোভাবে চলে সংসার। কিন্তু অভাব যেন পিছু ছাড়তে চায় না । কিন্তু বর্তমান এমন কোনো মানুষ নেই যে তাকে চেনেন না। নিজের গান দিয়েই জিতে নিয়েছেন মানুষের মন। সেই অসাধারণ গানের গলা, ভাইরাল করে দেওয়া হয় ওনাকে সোশ্যাল মিডিয়ায়।
এই মহিলার অপরূপ গানের গলা মাতিয়ে রাখে প্রত্যেকটি মানুষের মন। লতা মঙ্গেশকর এর গান হোক বা নেহা কক্করের গান। সব গান করার ক্ষেত্রেই তার অনবদ্য প্রতিভা। কোনোরকম রেওয়াজ ছাড়াই তিনি অসাধারণ গান গাইতে পারেন। তারপরে এনাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সুযোগ পেয়েছিলেন স্বনা’মধন্য শিল্পী কুমার শানুর সঙ্গে ডু’য়েট গান করার। ইন্ডিয়ান মিস্ক ভিডিওস নামের একটি সংস্থার সাহায্যে তিনি পৌঁছে যান স্টুডিও। সেখানে কুমার শানু তাঁর গানের প্রশংসা করেন। কুমার শানুর সঙ্গে গানও গেয়েছিলেন তিনি।
কোনোরকম বাদ্যযন্ত্র ছাড়াই খালি গলায় তার গান যেন অপরূপ। সম্প্রতি তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় খানে বিপাশা দাসকে লতা মঙ্গেশকরের জনপ্রিয় গান ‘কি লিখি তোমায়’ গাইতে শোনা যাচ্ছে। তার গানে মুগ্ধ প্রত্যেকে। সম্প্রতি কুমার শানুর সঙ্গে তাঁর গান গাওয়ার কথাই প্রকাশ্যে এসেছে। এই গানের হাত ধরেই তিনি হয়ে যেতে সকলের পরিচিত গায়ক। হয়তো দূর হতে পারে অভাব। ঝড়ের গতিতে ভাইরাল এই গানের ভিডিওটি।