আদর করে হরিণকে চুম্বন ছোট্ট শিশুর, ভিডিও দেখে মুগ্ধ নেটবাসী
মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন।
টিভির পর্দা ছেড়ে মানুষের কাছে এখন আপন হয়ে উঠছে মোবাইলের পর্দা। আর মোবাইলের পর্দায় চোখ রেখে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাইরাল ভিডিও দেখে মানুষের দিন কাটে এখন দারুন ভাবে। কারণ সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনিই নতুন নতুন কিছু ভিডিও ভাইরাল হয়। ছোট -থেকে বড় সকলেই তাদের প্রতিভা প্রদর্শন করছেন এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই।
সম্প্রতি এক শিশু ও হরিণ ছানার ভিডিও চমকে দিয়েছে নেটবাসীদের। ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে একটি শিশু ও হরিণ ছানা একসাথে দাঁড়িয়ে আছে। এই খুদের সামনে সম্পূর্ণ নিজের বন্ধুর মতো সেই হরিণকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। শুধু তাই নয় শিশুটি, হরিণের গালে চুমু দিলো।
In a world where you can be anything, be kind.. 😊 pic.twitter.com/g12fiRypXU
— Buitengebieden (@buitengebieden) March 24, 2023
তাদের এমন সুন্দর ঘনিষ্ঠ সম্পর্ক দেখে স্বাভাবিকভাবেই মন ভালো হয়ে যায় নেটিজেনদের। ‘Buitengebieden’ নামের এক টুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছিল। হরিণ ও খুদে শিশুর এমন সুন্দর ভালোবাসা দেখে সবার মন গলেছে।