সুখবর! বাংলায় কমলো আক্রান্তের সংখ্যা, দ্বিগুন হলো সুস্থতার হার
সুখবর! সোমবার কলকাতায় করোনা পরীক্ষায় আক্রান্তের তুলনায় দ্বিগুণ হয়েছে সুস্থতার হার। তবে এখনও উদ্বেগ কমার লক্ষণ নেই। কারণ এইদিন করোনার পরীক্ষা কম হওয়ার জন্য কলকাতা-সহ বাংলার সর্বত্রই সংক্রমণের সংখ্যা কম। এছাড়া রিপোর্ট অনুসারে, কলকাতায় করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা কমে ২০০০ নিচে নেমে এসেছে। তবে বাংলার এই ৩টি জেলায় দুই অঙ্কে সীমাবদ্ধ রয়েছে করোনার সংক্রমণ।
পরীক্ষা অনুযায়ী, এদিন কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ২০০০ নিচে নেমেছে। মোট সক্রিয়ের সংখ্যা ৫০০০০ নিচে। এখন কলকাতায় সক্রিয়ের সংখ্যা ১৬৭৪ জন কমে ৪৯৮৪১ জন হয়েছে। এছাড়াও উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয়র সংখ্যা ২২৫ জন কমে হয়েছে ২৯৯৫৩ জন। হাওড়ার করোনা সক্রিয়র সংখ্যা ১০৩০৫ জন। হুগলির করোনা সক্রিয়র সংখ্যা ৮৪৫৫ জন হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সক্রিয়র সংখ্যা ৯৩৫৯ জন হয়েছে। পশ্চিম বর্ধমানে ৭৪৯৪ জন। তবে বাকি ১৭টি জেলার মধ্যে সর্বোচ্চ করোনা সক্রিয় ৬১৭৩ জন বীরভূমে ও সর্বনিম্ন ৩০২জন কালিম্পংয়ে।
প্রসঙ্গত, সারা দেশে বাড়ছে করোনার সংক্রমণ।বড় দিন ও নতুন বছরের লাগাম ছাড়া আনন্দের পর কলকতায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা যাচ্ছে একাধিক ব্যক্তিদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার ইতিমধ্যে জারি করেছে বিধিনিষেধ।
তবে বিধিনিষেধ জারি হলেও রাস্তায় দেখা যাচ্ছে মানুষ এখনো মাস্ক ছাড়াই বেড়িয়ে পড়ছেন বাইরে। একসাথে জটলা বেঁধে চলছে খোশ গল্প। বাজার হাটে দেখা যাচ্ছে প্রচন্ড ভীড়। যা করোনার ভীতিকে আরও বাড়িয়ে তুলতে সংক্রিয় ভূমিকা পালন করছে।