ভাইরাল ভিডিও

অবাক কান্ড! একসাথে একই থালায় ভাত খাচ্ছে মানুষ ও শালিক, মুহূর্তেই ভাইরাল ভিডিও

টিভির পর্দা ছেড়ে মানুষের কাছে এখন আপন হয়ে উঠছে মোবাইলের পর্দা। আর মোবাইলের পর্দায় চোখ রেখে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাইরাল ভিডিও দেখে মানুষের দিন কাটে এখন দারুন ভাবে। কারণ সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনিই নতুন নতুন কিছু ভিডিও ভাইরাল হয়। ছোট -থেকে বড় সকলেই তাদের প্রতিভা প্রদর্শন করছেন এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই।

মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন।

এবার সম্প্রতি একই থালায় মানুষ ও পাখির ভাত খাওয়ার ভিডিও কার্যত ব্যাপক সাড়া ফেলেছে। আইপিএস অফিসার দীপাংশু কাবড়া নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে টেবিলের উপরে বসে ভাত খাচ্ছেন এক ব্যক্তি। তবে তিনি কিন্তু একা নয় তার মুখোমুখি দাঁড়িয়ে আছে এক শালিক। শুধু দাঁড়িয়েই নয় সম্পূর্ণ সেই ব্যক্তির সাথেই তাল মিলিয়ে ভাত খাচ্ছে শালিক।

ব্যক্তি নিজের মাখা ভাত তার মুখের সামনে রেখে দিচ্ছে আর আপন মনে সেই পাখি ঠোঁটের সাহায্যে খেয়ে চলেছে। এখনও পর্যন্ত লক্ষাধিক ভিউজ ছাড়িয়ে গেছে এই ভিডিওতে। পাখি ও মানুষ যে একই পাতে খেতে পারে এই ভিডিওই তার প্রমাণ। সাথেই সবাই কার্যত ‘হার্ট টাচিং’ বলেছেন।

Back to top button