Viral: কুমিরের সঙ্গে ‘বক্সিং’, লেজ ধরে জলেও ফেললেন যুবক! মুহূর্তেই ভাইরাল ভিডিও
মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন।
টিভির পর্দা ছেড়ে মানুষের কাছে এখন আপন হয়ে উঠছে মোবাইলের পর্দা। আর মোবাইলের পর্দায় চোখ রেখে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাইরাল ভিডিও দেখে মানুষের দিন কাটে এখন দারুন ভাবে। কারণ সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনিই নতুন নতুন কিছু ভিডিও ভাইরাল হয়।
সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে নৌকার মধ্যে উঠে পড়েছে বিশাল আকারের একটি কুমির। সেটিকে তাড়ানোর চেষ্টা করছেন এক যুবক। কুমিরটির মুখ খোলা। যুবককে কুমিরের খুব কাছে যেতে দেখা গেল। যে কোনও মুহূর্তে কুমিরটি হামলা চালাতে পারত। এটা জানার পরেও ঝুঁকি নিয়ে কুমিরটিকে তাড়ানোর চেষ্টা করেন তিনি। একটা সময় দেখা যায়, যুবক কুমিরের সঙ্গে ‘বক্সিং’ করছেন।
কুমিরটিকে তাড়ানোর নানা রকম চেষ্টা করা হয়। কিন্তু কিছুতেই নৌকা থেকে নামতে চাইছিল না সেটি। তার পরই আর এক যুবক এসে কুমিরের লেজ ধরে উল্টে ফেলে দিলেন জলের মধ্যে। ‘@হিউম্যানআরমেটাল’ নামে টুইটার অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই যুবকের এই ধরনের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ বলেছেন, “বিপদ আছে জেনেও এ ভাবে ঝুঁকি নেওয়া উচিত হয়নি।”
Dude tries to flip and fist fight a gator pic.twitter.com/HUOsYTrmga
— Humans Are Metal (@HumanAreMetal) April 7, 2023