মদের দোকানে ঢুকে মানুষের মত করে মদ খাচ্ছে বাঁদর! যা দেখে হতবাক নেটজনতা, তুমুল ভাইরাল ভিডিও
বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রোজ কতকিছুই না ঘটে যাচ্ছে। প্রতিদিনই কতকিছুই না ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি বহু প্রতিভা উঠে আসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। হাতে একটা মুঠোফোন থাকলেই দুনিয়া যেন হাতের মুঠোয় চলে আসে।সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে আর পাঁচটা সাধারণ সুরা প্রেমীর মতোই দোকানে ঢুকল বাঁদর। আর তারপর ঢকঢক করে খেতে শুরু করল মদ। ঘটনাটি শুনে অবাক হলেও সম্প্রতি এমনটাই ঘটেছে।
এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মন্ডলা জেলায়। আর এই ভিডিও রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, মদের দোকানে ঢুকে নির্ধারিত একটি জায়গা থেকে মদের বোতল হাতে তুলে নেয় বাঁদর।এরপর দাঁত দিয়ে ছিপি খেলে ঢকঢক করে খেতে থাকে মদ। একজন তাঁকে বিস্কুট সাধলেও তাতে কোন ভ্রূক্ষেপ নেই বাঁদরের। সে শুধু একমনে মদ ই খেয়ে চলেছে। ওইখানেই থাকা একজন জানান যে, একদিন দোকানের সামনে পড়ে থাকা কয়েকফোঁটা মদ একেবারে চেটে পুটে খান বাঁদরটি। আর তারপর থেকেই নাকি বাঁদরটি দোকানের সামনে ঘুরঘুর করতে থাকে। যা দেখে রীতিমত অবাক হয়ে গেছেন সোশ্যাল মেডিয়াবাসী।
সোশ্যাল মিডিয়ার যুগে আমরা ঘরে বসে থেকে সবকিছু জানতে পারি সারটা বিশ্বের খবর ঘরে বসে থেকেই পাওয়া যায়। কখনো কারোর নাচ, গান, আবৃত্তি নানান রকমের প্রতিভা। আবার কখনো এই সমস্ত জীব জন্তুদের ঘটানো নানান রকম কাণ্ডকারখানা আগেকার দিনে এই সমস্ত জিনিস দেখার জন্য অপেক্ষা করতে হতো টেলিভিশনের পর্দায় ন্যাশনাল জিওগ্রাফি, এনিম্যাল প্ল্যানেট, ডিসকভারির উপর। বেশি কিছু নয় এখন হাতের কাছে একটা মোবাইল থাকলেই সমস্ত বিশ্ব মুঠোর মধ্যে চলে আসে। মুহূর্তে তুমুল ভাইরাল এই ভিডিওটি।
— sudhanshu maheshwari (@smaheshwari523) July 14, 2021