জমি থেকে উদ্ধার ১১ ফুটের বিশালাকার সাপ! ভিডিও দেখে হাড়হিম নেটবাসীর
মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন।
টিভির পর্দা ছেড়ে মানুষের কাছে এখন আপন হয়ে উঠছে মোবাইলের পর্দা। আর মোবাইলের পর্দায় চোখ রেখে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাইরাল ভিডিও দেখে মানুষের দিন কাটে এখন দারুন ভাবে। কারণ সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনিই নতুন নতুন কিছু ভিডিও ভাইরাল হয়। তবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হওয়া ভিডিওগুলির মধ্যে সাপের ভিডিও হল অন্যতম। সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ভাইরাল হয়ে ওঠে বিভিন্ন সাপের ভিডিও।
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওটিতে দেখা গেছে, জমিতে থাকা একটি সাপের বাসা ভেঙে বিশালাকৃতির সাপকে উদ্ধার করা হচ্ছে আর এই সমস্ত কাজটি করছে একটি যুবতী! যা দেখে সকলেই অবাক হয়ে গেছে। সাপকে উদ্ধার করার পর তিনি জানান, এটি তার উদ্ধাগর করা হয় সবথেকে বড় সাপ। সাপটির লম্বায় প্রায় ১১ ফুট কিন্তু এটি বিষহীন বলে জানিয়েছে ওই যুবতী।
তিনি আরো বলেন যে, এই জাতীয় সাপ জমিতে থাকা খুবই ভালো। তার কারণ, এগুলি অন্যান্য বিষধর প্রজাতির সাপ, বিভিন্ন ইঁদুর কে জমিতে আসা থেকে প্রতিহত করে। ভিডিওটি ইউটিউবে ‘গুরুকূল এডুকেশন টেক’ নামের একটি চ্যানেল থেকে আপলোড করা হয়েছিল।