নারকেল বা সুপারি গাছে ওঠার জন্য বাইক আবিষ্কার করলেন কৃষক, মুহূর্তেই ভাইরাল হলো তার আবিষ্কার
সোশ্যাল মিডিয়াতে আমরা মাঝে মাঝে এমন সব ভিডিও দেখি যা দেখে মারা অবাক হয়ে যাই। এই পৃথিবীতে থাকা বিভিন্ন প্রতিভাবান মানুষ কে খুঁজে পাওয়া যায় এখন সোশ্যাল মিডিয়াতে। কেউ নাচ -গান -আবৃতি করে প্রতিভা দেখাচ্ছে আবার কেউ নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে চমকে দিচ্ছেন নেটিজেনদের।
সাধারণত মানুষ গাছে ওঠার জন্য ব্যবহার করে হাত ও পা। কিন্তু এবার এক কৃষক এমন এক যন্ত্র আবিষ্কার করেছেন যা দেখে সকলেই অবাক। ভাইরাল হওয়া ওই কৃষকের ভিডিওতে দেখা যাচ্ছে যে তিনি গাছে ওঠার জন্য একটি বাইক আবিষ্কার করেছেন যা দিয়ে তিনি সহজেই সুপারি গাছে উঠছেন। জানা আছে ওই কৃষকের বাড়ি মেঙ্গালোরে। তার নাম গণপতি ভট্ট।
আবিস্কারক এই কৃষক দাবি করে জানিয়েছেন তার এই বাইকটিতে একবার ১ লিটার তেল ভরলেই ৬০ -৮০ টি গাছে ওঠা যাবে খুব সহজেই। বাইকটির গতিবেগ ঘন্টায় ৬০ থেকে ৮০ কিমি। তিনি এই বাইকের সাহায্যে ৩০ সেকেন্ডেই গাছে উঠে পড়েন। কিন্তু অন্যান্য কৃষকদের সেখানে সময় লাগতে পারে ১০ মিনিট বলে জানান তিনি।
প্রসঙ্গত উল্লেখনীয় বর্ষাকালে সুপারি ও নারকেল গাছের বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন হয়। কিন্তু বর্ষাকালে গাছ ভিজে থাকার কারণে কেউ গাছে উঠতে চায়না। আর সেই সমস্যা সমাধানের জন্যই গণপতি ভট্ট এই বাইকটি আবিষ্কার করেছেন।