উদ্ধার হলো নিখোঁজ কিশোরে দেহ,চাঞ্ছল্য এলাকাজুড়ে
৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে দামোদর নদ থেকে উদ্ধার হল নিখোঁজ হওয়া ১০ বছরের কিশোরের দেহ।পুরো কদিন থেকে নিখোঁজ ছিলো শিশুটি ,পুরো দিন খোঁজাখুঁজির পর ও তাকে পাওয়া যায়নি। রানীগঞ্জের বল্লভপুর ফাঁড়ি সংলগ্ন সাহেবগঞ্জ এলাকার ঘটনা।
স্থানীয় ভাবে জানা গেছে, পেশায় গাড়িচালক প্রসন্নবাবুর ছেলে শুভদীপ দাস রানীগঞ্জ খিষ্টান প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। বুধবার সকালে খেলার নাম করে বাড়ি থেকে বেরোলে সে ফেরেনি আর বাড়ি । এরপর বিকেল পার হয়ে গেলেও ওই কিশোর বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে দেয় ও পুলিশেও খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় মৎস্যজীবীদের নিয়ে আশেপাশের এলাকার পুকুরে খোঁজ তল্লাশি চালায়।কিন্তু শিশুটির কেন হদিস পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকালে রানীগঞ্জের সাহেবগঞ্জ লাগোয়া অঞ্চলে দামোদর নদের জলে ওই কিশোরের দেহ ভাসতে দেখা যায় এবং পুলিশে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ প্রশাসন এবং কিশোরের পরিবার। পরিবারের সদস্যদের সামনেই দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।
এলকাবাসীদের কাছ থেকে জানা গেছে ওই কিশোর তার এক বন্ধুর সঙ্গে নদীতে স্নান করতে নেমেছিল।কিন্তু ঠিক মতো সাঁতার জানা না থাকায় স্নান করতে গিয়ে ডুবে যায় ওই কিশোর।ভয়ে আতঙ্কে ওই কিশোরের সঙ্গী বন্ধুর ডুবে যাওয়ার খবর বাড়ির কাউকে জানায় নি।অবশেষে বৃহস্পতিবার নদের জলে কিশোরের দেহ মেলায় ভেঙে পড়েছেন কিশোরের বাড়ির লোক ও আত্মীয়স্বজনেরা। পাশাপাশি শোকার্ত এলাকাবাসীও।