সুশান্ত কান্ডে মুখ খুললো তার প্রাক্তন ম্যানেজার ,জানা গেলো বড়ো রহস্য
সুশান্ত মামলা নিয়ে বাড়ছে রহস্য ,একদিকে আর্থিক তছরুপ অন্যদিকে মাদক-যোগের জোড়া রহস্যে জটিল হয়ে উঠেছে । প্রতিদিনই সিবিআই ও নারকোটিক্স ব্যুরো অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে চলেছে। এর মধ্যে সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদীর বয়ানে উঠে এল নতুন তথ্য।
এর আগে সিবিআই ও ইডির জিজ্ঞাসাবাদে সব দোষ রিয়ার উপরেই চাপিয়ে দেন শ্রুতি। তিনি আগেই জানিয়েছিলেন সুশান্তের আর্থিক বিষয়ের সমস্ত দিক রিয়া নিয়ন্ত্রণ করতেন এমন কি প্রজেক্টের ডিল সংক্রান্ত বিষয়ও। মাদক চক্র নিয়ে যে হোয়াটসাপ গ্রূপ ছিল সেখানে চ্যাটে উঠেছিল শ্রুতি মোদীর নামও। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সিবিআই তাঁকে ডেকে পাঠায় ।
সিবিআই এর কাছে শ্রুতি মুখ খোলেন ও বলেন যে তিনি নিজে কখনোই কোনো রকম ওষুধ সুশান্তকে দেন নি বা নিতেও বলেন নি। সুশান্তের নামে যে সব পার্সেল আসত, সেগুলো তিনি সুশান্তের কাছে পৌঁছে দিতেন। শ্রুতির বক্তব্য, সুশান্তের যাবতীয় চিকিৎসা ও ওষুধ সংক্রান্ত বিষয় রিয়া নিজে দেখাশোনা করতেন।