Uncategorized

মাইক হাতে নিয়ে দুর্দান্ত গান গেয়ে সঙ্গীতের মঞ্চ কাপালেন শ্রেয়া ঘোষাল, ভাইরাল হলো সেই ভিডিও

ছোট থেকে বড় আমরা প্রত্যেকেই গান শুনতে ভালোবাসি। আর এই গান যেমন মন খারাপের হয় তেমনি হয় আনন্দের। গান যেকোনো মুহূর্তে যেকোনো সময় আমাদের পাশে থাকে। কারণ গান এমন একটি বিষয় যেকোনো পরিস্থিতির সাথে আপনাকে মাতিয়ে দিতে পারে। সে দেশ প্রেম হোক আর রাতভর পার্টির নাচ।আর এই গান কে ভালোবেসে গায় এমন শিল্পী লুকিয়ে আছে ভারতের বিভিন্ন স্থানে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নতুন একটি গানের ভিডিও যা অন্যব্য ভাইরাল ভিডিওর থেকে একটু আলাদা। কারণ এই ভিডিওটি সারা ভারতের জনপ্রিয় শিল্পী শ্রেয়া ঘোষালের। তার কণ্ঠে গাওয়া গান মানেই মিষ্টি শ্রুতিমধুর সুর আর অভিনব গায়কী ভঙ্গিমা।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে শ্রেয়া ঘোষাল ‘ঢোলবাজে’ গানটি গাইছেন। আর তিনি এই গানটি গিয়েছেন একটি জনপ্রিয় চ্যানেলের অ্যাওয়ার্ড ফাঙ্কশনে। যেখানে উপস্থিত শ্রোতারা তার গান শুনে মুগ্দ্ধ। যদিও ভিডিওটি ২০১৪ সালের তবে সেই ভিডিওটি আবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

দেখেনিন সেই ভিডিওটি –

Back to top button