Uncategorized

মা লক্ষ্মী কে সন্তুষ্ট করতে মেনে চলুন এই নিয়মগুলি, তবেই সংসারে আসবে সুখ-সমৃদ্ধি

লক্ষ্মী ঠাকুরকে বলা হয় ঘরের লক্ষ্মী। হিন্দু ধর্মের প্রত্যেক বাড়িতেই প্রতিদিনই আরাধনা করা হয় মা লক্ষ্মীর। তবে মা লক্ষ্মীকে শুধু আরাধনা ও নিষ্ঠা ভাবে পুজো করলে হবে না। মেনে চলতে হবে কিছু নিয়ম তাহলেই মা লক্ষ্মী হবে না সন্তুষ্ট। আর মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘর ভোরে উঠবে সুখ-সমৃদ্ধিতে। চলুন দেখে নেওয়া যাক সেই নিয়ম গুলি –

১)মা লক্ষ্মীর পুজোর সময় অনেকেই ঘন্টা বাজিয়ে পুজো করলেও তা একে বারেই উচিত নয়।আর এই নিয়ম বিশেষ করে মানতে হবে লক্ষ্মী পুজোর দিন। কারণ মা লক্ষ্মীর হলেন শান্তির প্রতীক আর তার আরাধনার সময় আওয়াজ কোর্লে৪ মা লক্ষ্মী চঞ্চলা হয়ে যান।

২)প্রতি বৃহস্পতিবার নিষ্ঠার সাথে আমি পল্লব ঘটে বসিয়ে ও লক্ষ্মী দেবীর পাঁচালী পোরে দেবীর আরাধনা করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন।

৩)প্রতি বৃহস্পতিবার মাথায় সিঁদুর পড়ে ও পাঁচালি পাঠ করে মা লক্ষ্মীর আরাধনা করলে দেবী খুব সন্তুষ্ট হন।

৪)কোজাগরী লক্ষ্মী পুজোর দিন হলো মা লক্ষ্মীর একটি বিশেষ দিন। তাই ওই দিন বাড়িতে নিরামিষ আহার ও শুধু বস্ত্র পরিধান করার পর উপোস করে পুজো করা উচিত। আর যেহেতু কোজাগরী লক্ষ্মী পুজো তাই পূর্ণিমা লগ্ন চলাকালিন জেগে থাকা উচিত।

Back to top button