এবার ৫ টাকায় কিনুন সোনা ,জানুন বিস্তারিত
সোনার দাম গত কিচ্ছুদিন ধরে একটু কমছে। তবে গত কয়েক মাসে করোনা মহামারীর মধ্যে সোনার দাম বেড়ে গিয়েছেছিলো । আর এর একটাই কারণ, সোনার উপরে বিনিয়োগকারীদের ভরসা। বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণের মাঝে সুরক্ষিত বিনিয়োগের চাহিদা যত বেড়েছে, ততই বেড়েছে সোনার দাম। এখন কিছু কিছু ভ্যাকসিন তৈরির খবর সোনা গেলে সোনার দাম একটু কম হলেও আগামীতে বাড়বে বলেই মনে করা হচ্ছে।
অক্সফোর্ডের পরে ফাইজারের টিকা তৈরি করতে পারে ভারতে,এ বছরে সোনায় বিনিয়োগে ৩৫ শতাংশ পর্যন্ত রিটার্ন মিলেছে। তবে এই সময়ে সোনার বন্ড কেনাই বুদ্ধিমানের।
তাই এখন অনেক টাকা না থাকলেও সোনা কেনা এখন সহজ। মাত্র ৫ তাকে সোনার বন্ড কেনার সুযোগ নিয়ে এসেছে অ্যামাজন। ই-কর্মাস সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ফিনান্সিয়াল সার্ভিস সম্প্রতি অ্যামাজেন পে গ্রাহকদের জন্য ডিজিট্যাল গোল্ড বিনিয়োগ পরিষেবা- ‘গোল্ড ভল্ট’ লঞ্চ করেছে। এই পরিষেবার জন্য অ্যামাজন সেফগোল্ডের সঙ্গে হাত মিলিয়েছে। অ্যামাজন এর এই নতুন পরিষেবার মাধ্যমে গ্রাহকেরা ন্যূনতম মাত্র ৫ টাকায় ডিজিটাল সোনা কিনতে পারবেন বলে জানানো হয়েছে। ৫ টাকা থেকে শুরু করে এই ডিজিটাল প্ল্যাটফর্মে যে কোনও মূল্যের ৯৯.৫ শতাংশ খাঁটি সোনা কিনতে ও বিক্রি করতে পারবেন। আলাদা করে সুরক্ষার জন্য কোন কিচ্ছুর দরকার পরবে না বলে জানিয়েছ।