আবির ফুঁ দিয়ে উড়িয়ে নেহার পোশাক বদলে দিলেন নওয়াজ! ঝড়ের গতিতে নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও
গতকাল ছিল হোলি উৎসব । বলিউড-টলিউড তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই মেতে উঠেছিলেন হোলিতে। তবে এবছরের হোলির রং যেন কিছুটা ফিকে। আর তার কারণ করোনা ভাইরাস। করোনার কারণে বেশ আতঙ্ক সৃষ্টি হয়েছে মানুষের মনে। যতই বাজারে ভ্যাকসিন এসে যাক, সতর্কতা মানতে প্রায় প্রত্যেকেই বাড়ি থেকে বের হওয়ার সময় নিয়ম করে মাস্ক ও স্যানিটাইজার ব্যাবহার করছেন।
তবে হোলিতে তো আর এই দূরত্ব বজায় রাখা সম্ভব নয়। কারণ, এই উৎসবে সকলে মিলেমিশে এঁকে অপরকে আবির দিয়ে রাঙিয়ে দেয় । এদিন বলিউড টলিউড তারকারাও মেতে উঠেছিলেন হোলিতে। সেই সব ছবি ইতিমধ্যে ভাইরাল নেটদুনিয়ায়। তবে অনেক তারকা করোনার কথা মাথায় রেখে হোলিতে মেতে ওঠার বার্তাই দিয়েছেন । এবার ফের ভাইরাল হলো একটি ভিডিও। যা প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে।
এই সামাজিক দূরত্ব মেনে রঙ খেলার এক অভিনব বার্তা দিলেন নওয়াজ উদ্দিন সিদ্দিকি ও নেহা শর্মা। সম্প্রতি তাঁরা জুটি বেঁধে কাজ করছেন ‘জোগিরা সারা রা রা’ ছবিতে। এই ছবির শ্যুটিং প্রায় শেষের পথে। নেহার সঙ্গে এই প্রথমবার কাজ করছেন নওয়াজ।আর এই সিনেমার সেটেই একটি ভিডিও শেয়ার করে বার্তা দিলেন এই জুটি।
তাদের ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছেন তাঁরা। এর পর হাতে আবির নিয়ে ফু দিচ্ছেন নওয়াজ আর তাতেই বদলে যাচ্ছে নেহার চুড়িদারের ওড়নার রং। করোনার কথা মাথায় রেখে হোলিতে মেতে ওঠার বার্তাই দিয়েছেন এই জুটি। ভিডিওটি প্রকাশ্যে আসতেই চোখ জুড়িয়ে যায় নেটিজেনদের। বন্যা বয়ে যায় লাইক কমেন্টের।
View this post on Instagram