তৃণমূলের টিকিট পেলেন লাভলী মৈত্র, তুমুল বিবাধ বেঁধে গেলো গেরুয়া শিবিরে!
ভোটের আগে জোরকদমে শোরগোল বেঁধে গেছে। ২০২১ এর ইলেকশন নিয়ে অনেকেরই ভোলবদল লক্ষ্য করা গেলো। বিধানসভা ভোটের টিকিট বিতরণ করা শেষ। যেসব টলিউড তারকারা তৃণমূলে নাম লিখিয়েছিলেন তাদের মধ্যে প্রায় প্রত্যেকেই টিকিট পেয়ে গেছেন।
ষ্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘জলনূপুর’-এর অভভিনেত্রী লাভলী মৈত্র সোনারপুর দক্ষিণ থেকে প্রার্থী হচ্ছেন। জলনূপুর ধারাবাহিকে মুখ্য চরিত্রে চিনলেন লাভলী। হঠাৎ করেই সিরিয়াল বন্ধ হয়ে যায়। এক সময় শোনা যায় যে তিনি বিয়ে করে নিয়েছেন। তৃণমূলে যখনই লাভলী টিকিট পান সেই মুহূর্তে বিজেপি খোঁচা মেরে বলে, যে লাভলী টিকিট পেতে পারে না।
কিন্তু এরকম প্রশ্ন ভেসে আসলো গেরুয়া শিবির থেকে? এর কারণ দেখিয়ে বলা হয় যে, তিনি হাওড়া গ্রামীণের পুলিস সুপার সৌম্য রায়ের স্ত্রী। আর একজন রাজ্যের আইপিএস অফিসারের বৌ কখনও প্রার্থী হতে পারেনা। সোনারপুর দক্ষিণ থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন লাভলি। এই কারণেই বিজেপির দাবি তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন।
আর যে একবার টিকিট হাতে পেয়ে গেছে সে কি কখনও চাইবে যে তার টিকিট কোনোভাবে হাতছাড়া হয়েও যাক। লাভলী মৈত্র এসবকিছু শোনার পরে চুপ করে বসে নেই। তার বক্ত্বব্য,”পুলিস সুপারের স্ত্রী হওয়া ছাড়াও তাঁর আরো একটি পরিচয় রয়েছে এবং প্রত্যেক মেয়েরই নিজস্ব পরিচয় রয়েছে। বিজেপি র কাজ হল সেই পরিচয় মুছে ফেলা।” অপরদিকে এখনোও বিজেপির কোনো সদস্যের নাম ঘোষণা কর হয়নি। এখনও স্পষ্ট নয় যে কোন কোন সদস্য বিজেপির প্রার্থী হচ্ছেন।