৮৫ বছর বয়সী সৌমিত্র চ্যাটার্জি জয় করলেন করোনা, কিছুটা স্বস্তির নিঃস্বাস সিনেমা জগতে
ভারতীয় বাংলা সিনেমা জগতের একজন বিখ্যাত ও বর্ষীয়ান অভিনেতা হলেন সৌমিত্র চ্যাটার্জি। সম্প্রতি তিনি বেশ কিছুদিন থেকেই আক্রান্ত হয়েছেন করোনা তে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। এই মুহূর্তে তিনি লড়ছেন জীবন -মৃত্যুর সঙ্গে।
তবে সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সৌমিত্র চ্যাটার্জির দ্বিতীয়বার করোনা টেস্টার রিপোর্ট নেহেটিভ এসেছে। আর সেই আস্থে তিনি এখন চিকিৎসাতেও সাড়া দিচ্ছেন। তার শরীরে এখন সেরকম কোনও জ্বর নেই তবে শরীরে অক্সিজেনের তারতম্যের কারণে মাঝে মপধ্যেই তাকে বাইপাস সাপোর্টে রাখা হচ্ছে। পাশাপাশি কো-মর্বিডিটি ও বার্ধক্যজনিত কারণে সমস্যা হচ্ছে।তার শারীরিক পরিস্থিতি বিচার করে তার চিকিৎসা ক্ষেত্রে নিয়ে আসা হয়েছে কিছু পরিবর্তন।
প্রসঙ্গত উল্লেখনীয় করোনা সংকটের ফলে দীর্ঘদিন ধরেই সাড়া ভারতের মতো টলিউডেও বন্ধ ছিল সিনেমার শুটিং। লকডাউন শেষে সতর্কতা মেনেই তিনিও শুরু করেছিলেন শুটিং। তাকে নিয়েই তৈরী করা একটি তথ্য চিত্রে তিনি শুটিং করছিলেন আর তারমাঝেই তিনি আক্রান্ত হয়ে পড়েন করোনা ভাইরাসের থাবায়। শারীরিক অসুস্থতার কারণে গত ৬ নক্টোবর তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।