Uncategorized

“আমি কি যোগ্য নই”!-সাংবাদিকদের উদ্যেশে অধীরের গলায় ক্ষোভ প্রকাশ

রবিবার সকালে নতুন সংসদ ভবনে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নে ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী।

অনুষ্ঠানে অধীর চৌধুরীর পাশাপাশি রাজ্যসভা সাংসদ প্রমোদ তিওয়ারিও উপস্থিত ছিলেন। তবে কংগ্রেসের অন্য দুই শীর্ষ নেতা, রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খাড়গে ও লোকসভার সাংসদ রাহুল গান্ধী অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

সাংবাদিকরা অধীরকে এনিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “আমি এখানে আছি, এটা কি যথেষ্ট নয়? আমি কি এখানে অপ্রয়োজনে এসেছি, নাকি যোগ্য নই? বলুন, তাহলে এখনই বেরিয়ে যাচ্ছি।”

অধীরের এই প্রতিক্রিয়া সাংবাদিকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই মনে করেন, অধীরের মেজাজ খারাপের কারণ হলো তিনি কংগ্রেসের শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। তিনি মনে করেন, কংগ্রেসের শীর্ষ নেতারা যদি উপস্থিত হতেন, তাহলে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব তাদেরই ছিল।

অধীরের মেজাজ খারাপের আরেকটি কারণ হতে পারে, তিনি অনুষ্ঠানে দেরি করে আমন্ত্রিত হয়েছিলেন। তিনি রাজ্যসভার জেনারেল সেক্রেটারি পিসি মোদীকে চিঠি লিখে এই অভিযোগ করেছেন।

Back to top button