নতুন বছরের প্রথম সপ্তাহ থেকেই সারা দেশ জুড়ে মাথাচাড়া দিয়ে উঠেছিল করোনা ( COVID 19 ) ভাইরাসের সংক্রমণ। তবে এইবার এই নতুন আতঙ্কের নাম ছিল ওমিক্রম। তাই এই পরিস্তিতি যাতে হাতের বাইরে চলে না যায় সে জন্য আন্তর্জাতিক বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞার সময়সীমা আবারও বাড়িয়ে দিল কেন্দ্র সরকার।
আজ, বুধবারে এমনটাই নির্দেশিকা জারি করেছিল অসামরিক বিমান পরিষেবার ডিরেক্টর জেনারেল বা ডিজিসিএ ( DGCA )। আজকের এই নয়া নির্দেশিকা অনুযায়ী আন্তর্জাতিক বিমান চলাচল পরিষেবার উপর নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারী বাড়িয়ে দেওয়া হলো। তবে অন্যদিকে পুণ্যবাহী বিমানের উপর কোনো নিষেধাজ্ঞা নেই।
করোনা যুদ্ধে অনেকটা এগিয়ে যাওয়ার পর যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এখন বেশ কয়েকটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ‘এয়ার বাবল’ চুক্তির মাধ্যমে সীমিত সংখ্যক বিমান চলাচল করছে। বর্তমানে ৩১ টি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তিতে আবদ্ধ রয়েছে ভারত। এর মধ্যে রয়েছে আমেরিকা, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহী, কেনিয়া, , ফ্রান্স, বাংলাদেশ-সহ আরও বেশ কয়েকটি দেশ।