টেক নিউজ
বিদ্যুৎবা পেট্রল নয়, হাইড্রোজেন দিয়ে চলবে এই ট্রেন, নতুন আবিষ্কারে চমকে দিলো বিজ্ঞানীরা
২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে জাপান। এ লক্ষ্যে কাজও করছে দেশটি। জাপানে প্রথম হাইড্রোজেনচালিত ট্রেন চালু হতে যাচ্ছে। আগামী মাসে শুরু হবে ট্রেনটির পরীক্ষামূলক চলাচল।
‘হাইবারি’ নামের দুই বগির ওই ট্রেনের মূল্য সাড়ে তিন কোটি মার্কিন ডলার। একবার হাইড্রোজেন নিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিতে ট্রেনটি একটানা ১৪০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। খবর ইকোনমিক টাইমসের।
টয়োটা মোটর করপোরেশন ও হিটাচি লিমিটেডের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে এই ট্রেনটি তৈরি করেছে ইস্ট জাপান রেলওয়ে। ২০৩০ সালে বাণিজ্যিক চলাচল অর্থাৎ যাত্রী পরিবহন শুরু হতে পারে।
হাইড্রোজেনচালিত মিরাই গাড়ি উৎপাদন ১০ গুণ বৃদ্ধির লক্ষ্য নিয়েছে টয়োটা। এ ছাড়া হাইড্রোজেনচালিত আরও বাস ও বাণিজ্যিক পরিবহন সড়কে নামাবে তারা।