ফের আইপিএলে দেখা গেলো ম্যাচ ফিক্সিংয়ের ছায়া! তদন্তে নামছে বিসিসিআই
ভারতীয় ক্রিকেট বোর্ড শুরুর থেকেই আইপিএল কে কলঙ্কমুক্ত রাখার চেষ্টা করছে। তবুও যেন কোথাও থেকে যাচ্ছে চেষ্টার খামতি। আইপিএলে হয় টাকার ছড়াছড়ি। আর এমন কোটি কোটি টাকার লীগ থেকে নজর যেন সরছেনা বুকিদের।
অতীতের ২০১৩ সালে আইপিএলে ফিক্সিং কাণ্ডের পর সর্বদাই এখন সজাগ ও সতর্ক ভারতীয় ক্রিকেট বোর্ড।কোনোভাবেই যাতে এই জনপ্রিয় ক্রিকেট লীগের ভাবমূর্তি নষ্ট না হয় সেদিকেই নজর রাখছে বিসিসিআই। কিন্তু এতো প্রচেষ্টার পরেও বুকিদের নজর থেকে সহজেই বাঁচানো যাচ্ছেনা এই জনপ্রিয় ক্রিকেট লীগ কে।
সম্প্রতি জানা গেছে যে দুবাইতে অনুষ্টিত এবারের আইপিলেও ফিক্সিং ঘটানোর চেষ্টা করছে বুকিরা। আর সে কোথায় এসে পৌঁছেছে বিসিসিআই কর্তাদের কানে। আর তারপর থেকেই এখন আরও বেশি সতর্কতা অবলম্বন করেছে বিসিসিআই।
এই প্রসঙ্গে বিসিসিআইয়ের দুর্নীতি দমন শেখার প্রধান অজিত সিং জানিয়েছেন যে ইতিমধ্যে একজন ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করেছে বুকিরা। সেই ক্রিকেটার অবশ্য প্রায় সঙ্গে সঙ্গেই বোর্ডের দুর্নীতি দমন শাখার অফিসারদের কথাটা জানিয়েছেন। নিয়ম মেনে সেই ক্রিকেটারের নাম এবং তিনি কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন, সেসব তথ্য গোপন রাখা হয়েছে।
দুবাইতে বুকিদের বিভিন্ন চক্র আইপিএলে ফিক্সিং করার জন্য চালাচ্ছে সব রকম প্রচেষ্টা। কিন্তু বিসিসিআইয়ের দুর্নীতি দমন শেখার কর্তারা এবার এতটাই মসজাগ আর সতর্ক যে এবার তা কোনোভাবেই সম্ভব হচ্ছে না বুকিদের কাছে।
করোনার কারণে ক্রিকেটাররা এবার এমনিতেই থাকছেন একটি জৈব সুরক্ষার বলয়ের মাঝে। ক্রিকেটারদের মাঝে বাইরের কোনও ব্যক্তির আনাগোনার প্রশ্নই ওঠেনা। এমনকি খেলা শেষ হলেও কোনো ক্রিকেটার ইচ্ছে করলেও বাইরে বের হতে পারবেনা। তবুও বিসিসিআইর দুর্নীতি দমন শাখার অফিসাররা সর্বদা ক্রিকেটারদের উপরে রাখছে কড়া নজর। জানা গেছে, আইপিএল শুরুর আগেই এবার ক্রিকেটারদের নিয়ে বিশেষ ক্লাসেও বসেছিলেন দুর্নীতি দমন শাখার কর্তারা।