Sports: কেন সহ অধিনায়কের পদে বুমরাহ ? নেটদুনিয়ায় উঠছে প্রশ্ন
টি ২০ বিশ্বকাপে খারাপ পারফর্ম করার পর দেশের মাটিতে নিউজিল্যান্ড টিমকে পর্যদুস্ত করার পর ভারতীয় দল এখন দক্ষিণ আফ্রিকা সফরে। আর এই সফরের আগে থেকেই ভারতীয় দল নিয়ে শুরু হয়েছে বিভিন্ন বিতর্ক। বিরাট কোহলিকে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া নিয়ে উঠেছে বিভিন্ন প্রশ্ন। অধিনায়কত্ব নিয়ে কোহলির সাক্ষাৎকার দিয়েছিলো নতুন এক বিতর্কের জন্ম। বিরাটের পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় রোহিত শর্মা কে।
তবে ছোট গ্রস্থ হওয়ার কারণে সেই দায়িত্ব গিয়ে পরে কে এল রাহুলের কাছে। দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন কে এল রাহুল। আর সেই দোলে সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন বলার জাসপ্রিত বুমরাহ। আর সেই বিষয় নিয়েই এখন দ্বিধা বিভক্ত ভারতের ক্রিকেট মহল।
নেট দুনিয়ায় প্রশ্ন তোলা হচ্ছে কেন সহ অধিনায়ক জাসপ্রিত বুমরাহ ? বুমরার তুলনায় নেতৃত্ব দিতে সাবলীল শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থের মতো খেলোয়াড়রা বলে মনে করছেন এক শ্রেণীর ক্রিকেট প্রেমীরা। তারা দুজনই দলে থাকলেও কেন তাদের দায়িত্ব দেওয়া হলোনা সেই নিয়েই বিস্ময় প্রকাশ করেছে ক্রিকেট প্রেমীরা।