খেলা

SPORTS: শুধু সাকিব নয়, আইপিএল নিলামে জায়গা পাননি বড় বড় নামি তারকারা, জেনেই তাদের নাম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা অকশন শেষ। এবারের নিলামে অনেকের মূল্য যেমন চমকপ্রদ ছিল, তেমনই দলই পাননি অনেক তারকা ক্রিকেটার। গত কয়েক আসরে টানা খেলা বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে নিতে এবার কোনো দলই আগ্রহ প্রকাশ করেনি। যা অবাক করেছে সবাইকে।

আইপিএলের গত আসরেই অধিনায়ক হিসেবে খেলেছিলেন ইয়ন মরগান। ইংল্যান্ডের সীমিত ওভারের এই ক্রিকেটার ছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। একই দলে ছিলেন সাকিব আল হাসানও। গত আসরে মরগান ছিলেন ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ। তাই এবার আর দলই পাননি তিনি।

আইপিএলে আগে অধিনায়কত্ব করা ক্রিকেটারদের মধ্যে এবার দল পাননি স্টিভ স্মিথও। গত আসরে দিল্লি ক্যাপিটালসে ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়ক অ্যারন ফিঞ্চও এবার দল পাননি আইপিএলে। গত আসরে ফিঞ্চ খেলেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে।

দীর্ঘ দিন ধরে চেন্নাই সুপার কিংসে খেলে আসা সুরেশ রায়নার এবার দল না পাওয়াও অন্যতম বড় চমক। চেন্নাইয়ে আরেক সাবেক ক্রিকেটার ইমরান তাহিরও এবার দল পাননি। এছাড়া ভারতীয় তারকাদের মধ্যে দল পাননি পেসার ইশান্ত শর্মাও।

ইংলিশ ওপেনার ডেভিড মালান আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ পারফর্ম করলেও আইপিএলে থেকেছেন উপেক্ষিত। একই দলে আছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। গত আসরে কলকাতা নাইট রাইডার্সের পক্ষে খেলা বেন কাটিংও এবার দল পাননি।

বোলারদের মাঝে চমক ছিল গত আসরে পাঞ্জাব কিংসে খেলা স্পিনার মুজিব উর রহমানের দল না পাওয়া। আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমান সময়ের অন্যতম সেরা দুই লেগ স্পিনার তাবরাইজ শামসি ও আদিল রশিদকেও নেয়নি আইপিএলের কোনো দল। গত আসরে শামসি রাজস্থান রয়্যালসে এবং রশিদ পাঞ্জাব কিংসে খেলেছিলেন।

এবার দল না পাওয়া অস্ট্রেলিয়ান পেসার অ্যান্ড্রু টাই ছিলেন রাজস্থান রয়্যালসে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কেন রিচার্ডসনও এবার দল পাননি। একই ছিলেন অ্যাডাম জাম্পাও।

তারকা ক্রিকেটারদের মাঝে এবারের আইপিএলে নেই যারা: সাকিব আল হাসান, ডেভিড মালান, ইয়ন মরগান, সুরেশ রায়না, স্টিভ স্মিথ, বেন ম্যাকডারমট, মার্টিন গাপটিল, বেন কাটিং, ময়জেস হেনরিকস, কলিন মানরো, তাবরেজ শামসি, আদিল রশিদ, মুজিব উর রহমান, অ্যাডাম জাম্পা, ইশান্ত শর্মা, অমিত মিশ্র, ইমরান তাহির, কাইস আহমেদ, অ্যান্ড্রু টাই, কেন রিচার্ডসন।

Back to top button