খেলা

SPORTS: মানবিক ভূমিকায় KL RAHUL, খুদে ক্রিকেটারের চিকিৎসায় দিলেন ৩১ লক্ষ টাকা

১১ বছরের এক খুদে ক্রিকেটারের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ক্রিকেটার কে এল রাহুল। জানাগেসিক্সহে ওই শিশুটি রক্তের বিরল রোগে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছে যে তার অস্থি মজ্জা বদলাতে হবে। আর সেই চিকিৎসার জন্য কে এল রাহুল ৩১ লক্ষ টাকা অনুদান দিলেন শিশুটির পরিবার কে।

গত বছরের ডিসেম্বর মাস থেকে শিশুটির মা বাবা ছেলের চিকিৎসার জন্য ৩৫ লক্ষ টাকা তোলার লক্ষ্য নেন। তারমধ্যে কে এল রাহুল নিজেই অনুদান দিয়েছেন ৩১ লক্ষ টাকা। ভারতীয় দলের এই ক্রিকেটের সাহায্য পেয়ে ইতিমধ্যে অপারেশন হয়েছে খুদের। এই মুহূর্তে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে সে।

প্রসঙ্গত, ভারতিয় দলের এক জন নির্ভর যোগ্য ব্যাটার হিসেবে নিজেকে গড়ে তুলেছেন প্রতিভাবান কে এল রাহুল। আর এবার তিনি কোনো এক শিশুর চিকিৎসায় মোটা অংকের টাকা অনুদান দিয়ে মন জয় করে নিলেন সকলের। রাহুলের এই উদ্যেগের ভূয়সী প্রশংসা করছে তার ফ্যান থেকে শুরু করে কাছের লোকেরা।

Back to top button