SPORTS: কাজে দিলোনা লিটনের ১০২ রান,নিউজিল্যান্ডের কাছে হেরে গেলো বাংলাদেশ
বাংলাদেশের কাছে ইতিহাস তৈরির এক বড় সুযোগ হাত ছাড়া হয়ে গেলো। নিউজিল্যান্ডের বিরুধ্যে প্রথম টেস্ট ম্যাচ জেতার পর বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল বাংলাদেশী ক্রিকেটাররা। আর এবার দ্বিতীয় টেস্টেই মেনে নিতে হলো পরাজয়। নিউজিল্যান্ডের কাছে গা৭ রান ও ইনিংসে হেরে গেলো বাংলাদেশ।
প্রথম ইনিংসে ৩৯৫ রানের লিড নিয়েছিল নিউজিল্যান্ড। এরপর বাংলদেশের হয়ে লিটন দাস ব্যাটিং ঝড় তুলে ১০২ রান করলেও কাজে দিলোনা সেই ইনিংস। প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও বোলাররা দেখালো দাপট বাংলাদেশী ক্রিকেটারদের উপর। এই টেস্ট ম্যাচে সবথেকে বেশি উইকেট সংগ্রহ করেছেন কাইল জেমিসন।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৫২১/৬ (ডি.)
বাংলাদেশ ১ম ইনিংস: ১২৬
বাংলাদেশ ২য় ইনিংস: (ফলো-অনের পর): ৭৯.৩ ওভারে ২৭৮ (সাদমান ২১, নাঈম ২৪, শান্ত ২৯, মুমিনুল ৩৭, লিটন ১০২, ইয়াসির ২, সোহান ৩৬, মিরাজ ৩, তাসকিন ৯*, শরিফুল ০, ইবাদত ৪; সাউদি ১৭-৬-৫৪-১, বোল্ট ১৬-৬-৪২-০, জেমিসন ১৮-৪-৮২-৪, ওয়্যাগনার ২২-৭-৭৭-৩, মিচেল ৬-১-১৮-১, টেইলর ০.৩-০-০-১)।
ফল: নিউ জিল্যান্ড ইনিংস ও ১১৭ রানে জয়ী।
সিরিজ: ২ ম্যাচ সিরিজ ১-১ ড্র।
ম্যান অব দা ম্যাচ: টম ল্যাথাম।
ম্যান অব দা সিরিজ: ডেভন কনওয়ে।