খেলা

SPORTS: ১৬ বছরের ভারতীয় কিশোরের কাছে হেরে গেলেন বিশ্বসেরা দাবাড়ু, প্রশংসা সকলের

মাত্র ১২ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হয়ে চমক দেখিয়েছিল ভারতের দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ। ১৬ বছর বয়সী চেন্নাইয়ের এই বিস্ময় প্রতিভা এবার বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনেস কার্লসেনকে হারিয়ে দিয়েছেন। এয়ারথিংস মাস্টার্স নামক একটি অনলাইন দাবার প্রতিযোগিতায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ও বর্তমানে বিশ্বের এক নম্বর দাবাড়ু কার্লসেনকে হারিয়ে বড়সড় অঘটনের জন্ম দিয়েছে প্রজ্ঞানন্দ।

নরওয়ের কার্লসেন সর্বশেষ দাবা চ্যাম্পিয়নশিপেও সেরার মুকুট ঘরে তুলেছিলেন।

কিন্তু এবার অনলাইন টুর্নামেন্টে হেরেছেন ১৬ বছর বয়সী আর প্রজ্ঞানন্দের কাছে। ৩৯তম চালেই ওই কিশোর হারিয়ে দেয় কার্লসেনকে। তার আগে টানা তিনটি ম্যাচে জিতেছিলেন কার্লসেন। এ অনলাইন টুর্নামেন্টে সর্বশেষ বিশ্ব চ্যাম্পিয়নশিপে কার্লসেনের কাছে হারা ইয়ান নেপোমনিয়াচি শীর্ষ স্থানে রয়েছেন।

এই টুর্নামেন্টে অবশ্য একেবারেই ছন্দে ছিলেন না প্রজ্ঞানন্দ। প্রথম সাত রাউন্ডের ম্যাচে দু’টি ড্র, চারটি হার এবং একটি ম্যাচে জয় আসে তার। আর্মেনিয়ান গ্র্যান্ডমাস্টার অ্যারোনিয়ানের বিপক্ষে জয়ের আগে অনীশ গিরি, কুয়াং লিয়েমের সঙ্গে ড্র করেন প্রজ্ঞানন্দ। এরিক হেনসেন, ডিং লিরেন, হান-ক্রিজতফ দুদা আর শাখরিয়ার মামেদিয়ারোভের কাছে হেরেছেন তিনি। এখন যুগ্মভাবে ১২ নম্বর স্থানে আছেন প্রজ্ঞানন্দ।

Back to top button