খেলানিউজ

অসুস্থ হয়ে পড়লেন কে.এল রাহুল, অসহ্য পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি, কিরকম রয়েছে তার পরিস্থিতি?

ভারতীয় ক্রিকেটের একজন অধিনায়ক হলেন কে এল রাহুল। আইপিএলে তিনি পাঞ্জাব এর পক্ষ থেকে খেলবেন। কিন্তু হঠাৎই পাঞ্জাবের কাছে বড় ধাক্কা এসে হাজির হয়। ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে খবর আসে তিনি অসহ্য পেটের যন্ত্রনা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন । দিল্লির বিরুদ্ধে এই ম্যাচে উপস্থিত থাকতে পারবেনা না তিনি।

এদিন সূত্রের খবর ম্যাচ শুরুর আগেও রাহুলের তলপেটে হঠাৎ করেই শনিবার রাতে অসহ্য যন্ত্রনা শুরু হয়ে যায়। কোনো অসুধেই কাজ হচ্ছিলো না। বাধ্য হয়ে রাহুলকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের কাছে জানতে পারা যায় যে তার অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়েছে।”রাহুলকে এমার্জেন্সি রুমে নিয়ে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। তাঁর অ্যাকুট অ্যাপেন্ডিক্স ধরা পড়েছে। একমাত্র অস্ত্রোপ্রচারের মধ্যে দিয়েই এই সমস্যার সমাধান করা সম্ভব হবে। বর্তমানে তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।”

আইপিএলের মাঝেই ঘটলো এমন বিপত্তি। কিন্তু রাহুলের অনুপস্থিতি যেন পাঞ্জাবের পক্ষে বড় ধাক্কা হয়ে দাঁড়ায়।সেই পরিস্থিতিতে পয়েন্ট তালিকার ৫ম স্থানে ছিল পঞ্চাব কিংস দল। কিন্তু পরবর্তী ম্যাচে সরাসরি দিল্লির মুখোমুখি হয়ে পাঞ্জাব রীতিমত পরাজয়ের সম্মুখীন হয়। সকল খেলোয়াড় থেকে সাধারন মানুষ বর্তমান কে এল রাহুলের সুস্থতা কামনা করে তার মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন।

Back to top button