রাজ্যে ফের বাড়ছে করোনা সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লকডাউন ঘোষণায় একমাত্র উপায় বলে মনে করছে বিশেষজ্ঞরা। তবে রাজ্যসরকার সম্পূর্ণ লকডাউনের পরিবর্তে সিদ্ধান্ত নিয়েছে আংশিক লকডাউনের ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে কিছু বিধিনিষেধ।
করোনা হামলা এবার আছড়ে পড়লো বঙ্গ ক্রিকেটের গায়েও। আগামী ১৩ জানুয়ারী থেকে শুরু হওয়ার কথা রঞ্জি ট্রফি কিন্তু তার আগেই করোনা আক্রান্ত হলেন স্টাফ মিলিয়ে মোট ৭ জন। জানাগেছে সহকারী কোচ সৌরাশিষ লাহিড়ীর শরীরেও হয়েছে করোনা সংক্রমণ।
করোনার কবলে পড়েছেন বাংলার ক্রিকেটার অণুস্তুপ মজুমদার, সুদীপ চ্যাটার্জী, কাজী জুনাইদ সাইফি, গীত পুরি। কোরোনার এই বাড়তে থাকা দাপটে চিন্তায় পরে গেসেহে বাংলা শিবির সহ বঙ্গবাসী।
প্রসঙ্গত, করোনা প্রতিরোধে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্যসরকার।ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে জিম সেন্টার। টানা ১৫ জানুয়ারী পর্যন্ত চলবে এই নিয়ম।