খেলা
চেলসি বিক্রি করছেন আব্রামোভিচ। অর্থ যাবে ইউক্রেনে যুদ্ধ-আক্রান্তদের সাহায্যার্থে
চেলসি বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে ফেললেন ক্লাবের রুশ মালিক রোমান আব্রামোভিচ। শুধু তাই নয়, আব্রামোভিচ একই সঙ্গে জানিয়ে দিলেন, ক্লাব বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে তা দিয়ে তিনি তহবিল গঠন করবেন। যে অর্থ যাবে ইউক্রেনে যুদ্ধ-আক্রান্তদের সাহায্যার্থে। বুধবারই চেলসির টুইটার হ্যান্ডেলে আব্রামোভিচ জানান, ‘গত কয়েক দিন ধরে মিডিয়ায় প্রচুর জল্পনা চলছিল, আমার চেলসি মালিক থাকা নিয়ে। সব সময় আমি ক্লাবের স্বার্থ দেখে এসেছি। আর এই মুহূর্তে আমার মনে হচ্ছে, চেলসিকে বিক্রি করে দেওয়াই ক্লাবের পক্ষে সবচেয়ে ভাল হবে।’