রাশিফল

Horoscope জেনেনিন ১২ রাশির জাতক-জাতিকাদের কেমন যাবে আজকের দিন

আজ ২রা মার্চ ২০২২ (১৭ই ফাল্গুন) বুধবার, রাশি (Zodiac Sign) অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি-»

মেষ (ARIES): কোনো মহিলার দ্বারা ক্ষতির সম্ভাবনা। আজ ব্যবসায় লাভের সুযোগ নেই বললেই চলে। স্ত্রীর সঙ্গে অশান্তি। শত্রু হইতে সাবধান।

বৃষ (TAURUS): অতিরিক্ত কাজের চাপে বাড়ির মহিলাদের মানসিক শান্তি নষ্ট হবে। ভালো কাজের সুযোগ আসবে। দীর্ঘদিনের মনস্কামনা পূর্ণ হতে চলেছে।

মিথুন (GEMINI): ব্যবসায়ী লাভের মুখ দেখতে নতুন যোগাযোগ স্থাপন করুন। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না।

কর্কট (CANCER): কু-চিন্তাভাবনায় নিজেরই ক্ষতি হতে পারে। দেনা-পাওনা নিয়ে অশান্তি লেগে যাবে। ভালোবাসার মানুষের সঙ্গে মনোমালিন্য মনে কষ্ট দেবে।

সিংহ (LEO): সম্পর্ক বিচ্ছেদ ঘটলে সরাসরি সরে আসুন। খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। পেটের সমস্যা এড়াতে অতিরিক্ত ঝাল ও মশলাযুক্ত খাবার বর্জন করুন।

কন্যা (VIRGO): অর্থের প্রয়োজনে বন্ধুর থেকে সাহায্য পাবেন। চিকিৎসা হেতু খরচ বাড়বে। বুদ্ধি দিয়ে কঠিন সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন।

তুলা (LIBRA): শিক্ষকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জীবনে শুভ পরিবর্তন আসতে চলেছে। প্রতিবেশীর সঙ্গে কোনোরকম বিবাদে না জড়ানোই ভালো। অর্থ নিয়ে চিন্তা বাড়বে।

বৃশ্চিক (SCORPIO): কর্মচারীদের চোখে চোখে রাখুন, সমস্ত গুরু দায়িত্ব তাদের উপর চাপিয়ে দেবেন না। শ্বশুরবাড়ির তরফে অপমানিত হতে পারেন। নিজের জেদের কারণে সংসারে সুখ পাবেন না।

ধনু (SAGITTARIUS): বিবাহিত জীবনে সুখবর আসতে চলেছে। কাজের জায়গায় বিবাদ নয় সমঝোতার মাধ্যমে সবটুকু মিটিয়ে নিন। কাছের বন্ধুর থেকে আর্থিক সাহায্য পাবেন।

মকর (CAPRICORN): বেকার যুবক যুবতীদের জন্য ভালো কাজের সন্ধান আসতে চলেছে। ক্রীড়াবিদদের জন্য সুবর্ণ সুযোগ। চাকরিতে প্রমোশনের সম্ভাবনা। মোটের উপর দিনটি শুভ।

কুম্ভ (AQUARIUS): ভ্রমণের জন্য উপযুক্ত দিন। কর্মক্ষেত্রে সেরকম চাপ থাকবে না। তবে ভ্রমণের জন্য বাড়তি খরচ হতে পারে। কাজের জায়গায় অনুপস্থিত থাকলে জটিলতা বাড়বে। সবটুকু সামলে নিন আগেভাগে।

মীন (PISCES): বাড়িতে অতিথির আগমন ঘটতে চলেছে। সম্পত্তি নিয়ে ভাইবোনদের সঙ্গে বিবাদ বাঁধবে। বুদ্ধির জোরে শত্রুর চক্রান্ত ভেস্তে দেবেন।

Back to top button