বিয়ের পর নতুন নতুন আবদার নিয়ে হাজির নেহা কক্কর, যা বললেন রোহন প্রীত সিং
পাঞ্জাবি গায়ক রোহন প্রীত সিং ও বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার নেহা কক্কর ২৪ অক্টবর তাঁরা সাতপাকে বাঁধা পড়েন। আর তাদের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাদের বিয়ের নিয়ে জোরকদমে চলছে চর্চা। গত কয়েকদিন ধরেই নেহা কক্কর এবং রোহন প্রীত সিংয়ের বিয়ের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েই চলেছে। যদিও এই বিয়ের কথা নেহা কক্কর নিজ মুখেই স্বীকার করে নিয়েছেন।
নেহা কক্কর ও রোহন প্রীত সিংয়ের সদ্য বিয়ের পর তাঁরা দুজনে সুখেই রয়েছেন। কিন্তু এরই মধ্যেই স্বামী রোহন প্রীত সিংয়ের কাছে নতুন নতুন আবদার নিয়ে হাজির হয়েছেন নেহা। নেহার এই আবার গুলোর মধ্যে রয়েছে, ডিনারে যাওয়া, শপিং করা ও নতুন নতুন পোশাক কেনা। তবে নেহার এতো দাবি থাকা সত্ত্বেও রোহন হাসি মুখে নেহার অব আবদার মেনে নিয়েছেন।রোহন জানিয়েছেন, তিনি নেহার জন্য সব করতে পারেন।
বিয়ের পরই নেহা ও রোহন বিয়ের পোশাকে একসাথে পাঞ্জাবি ভাষায় গান গাইলেন। আর তা দেখে অনেকে বলছেন তাঁরা দুজনে জুটিয়ে প্রেম করছেন। ইতিমধ্যে সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আবার অনেকে সেই ভিডিওটি দেখে তাদের দুজনকে বিয়ের শুভেচ্ছাও জানিয়েছেন।