রাশিফল

জেনেনিন ১২ রাশির জাতক-জাতিকাদের কেমন যাবে আজকের দিন

আজ ২৮শে মার্চ ২০২২ (১৩ই চৈত্র) সোমবার, রাশি (Zodiac Sign) অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি-»

মেষ (ARIES): অর্থ হাতে পেলে আগে ঋণ শোধ করুন। ব্যবসায়ীরা আজ লাভের মুখ দেখবেন। অবসর সময়ে শরীরচর্চায় মন দিতে পারেন।

বৃষ (TAURUS): কোনো কাজে ব্যর্থ হলে ভেঙে পড়বেন না নতুন উদ্যমে কাজ শুরু করতে হবে। তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। দাম্পত্য সুখে স্ত্রীর প্রতি দুর্বল হয়ে পড়বেন।

মিথুন (GEMINI): অতীতের কঠিন পরিশ্রম আজ ফল দেবে। মনের মানুষের সঙ্গে সুন্দর সময় কাটবে। কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ রয়েছে, সঙ্গে বদলির সম্ভাবনা।

কর্কট (CANCER): অতীতে করা আপনার দুর্ব্যবহারের জন্য আফসোস করবেন। কাছের মানুষের সাথে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিন। উচ্চপদস্থ অফিসারের দ্বারা হেনস্থার শিকার হবেন।

সিংহ (LEO): দিনের ফাঁকা সময় ঘর পরিস্কারের কাজে মন দিন। বাইরের লোকের উপদেশে কান দেবেন না। গোপন পরিকল্পনা স্ত্রীর সঙ্গে ভাগ করে নিন।

কন্যা (VIRGO): কর ফাঁকি দিলে সমস্যায় পড়তে পারেন। গাড়িচালকরা আজ বাড়তি সর্তকতা অবলম্বন করুন। কাগজপত্রে সই করার আগে অবশ্যই যাচাই করে নিন।

তুলা (LIBRA): আয় বাড়বে পাশাপাশি খরচও বাড়বে কাজেই পরিকল্পনা সেরে নিন। স্ত্রী ভালোবাসায় ভরিয়ে রাখবেন, দাম্পত্য সুখ উপভোগ করবেন। শীঘ্রই সুখবর আসতে চলেছে।

বৃশ্চিক (SCORPIO): প্রেম জীবনে নতুন মোড় আসতে চলেছে। চাকুরীজীবীরা কর্মস্থানে চোখ কান খোলা রাখুন। বিবাহিতরা পরকীয়ায় জড়িয়ে পড়লে বিপদ।

ধনু (SAGITTARIUS): কর্মক্ষেত্রে সিনিয়রদের চাপে অধিক পরিশ্রম করতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে। ছোটবেলার স্মৃতি মনে পড়বে।

মকর (CAPRICORN): হাতে অর্থ এলে সঞ্চয়ের পরিকল্পনা সেরে ফেলুন। ব্যবসায়ীরা সন্তোষজনক আয় করবেন। দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে।

কুম্ভ (AQUARIUS): বিপদে পড়লে ভাই-বোনেদের সাহায্য পাবেন। অন্যের প্ররোচনায় পা দিয়ে স্ত্রী আপনার বিরুদ্ধে কথা বলতে পারে। দাম্পত্য জীবনে সমস্যা থাকবে।

মীন (PISCES): আধ্যাত্বিক ও ধর্ম আলোচনায় মনে তৃপ্তি লাভ করবেন। বিয়ের জন্য বাড়িতে আলোচনা হতে পারে। ব্যবসায়ীরা গুণী ব্যক্তিদের পরামর্শে লাভবান হবেন।

Back to top button