জেনেনিন ১২ রাশির জাতক-জাতিকাদের কেমন যাবে আজকের দিন
আজ ৫ই এপ্রিল ২০২২ (২১শে চৈত্র) মঙ্গলবার, রাশি (Zodiac Sign) অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি-»
মেষ (ARIES): হঠাৎ করেই অর্থ লাভের সম্ভবনা রয়েছে। ভ্রমণে তুমুল আনন্দ পাবেন। ব্যবসায় লাভের মুখ দেখতে কর্মচারীদের সঠিকভাবে পরামর্শ দিন।
বৃষ (TAURUS): স্ত্রীর চিকিৎসা হেতু বিপুল অর্থখরচ হবে। আত্মীয়রা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আজ নিজের দক্ষতা প্রমাণের সুযোগ পাবেন।
মিথুন (GEMINI): মদ্যপান ত্যাগ করার অত্যন্ত শুভ দিন। কেনাকাটা করতে চাইলে অবশ্যই বুঝে-শুনে খরচ করুন। দাম্পত্য জীবনে অসুবিধা থাকবে।
কর্কট (CANCER): দীর্ঘদিনের মনষ্কামনা পূর্ণ হতে চলেছে। কর্মক্ষেত্রের চাপে নিজের জন্য সময় বের করুন। দাম্পত্য সুখ উপভোগ করবেন।
সিংহ (LEO): নম্র-ভদ্র ব্যবহারের কারণে কর্মক্ষেত্রেও প্রশংসিত হবেন। মহিলা সহকর্মীদের সঙ্গে প্রেম জনিত জটিলতায় জড়িয়ে পড়বেন না। চোখ কান খোলা রাখুন।
কন্যা (VIRGO): স্বাস্থ্য নিয়ে চিন্তা করতে হবে না। কাছের বন্ধুর সঙ্গে মনোমালিন্য হতে পারে। রুক্ষ মেজাজের কারণে প্রেমিকার সঙ্গে সম্পর্ক মোটেই ভালো থাকবে না।
তুলা (LIBRA): কোনো কাজে ব্যর্থ হলে ভেঙ্গে পড়বেন না। সফলতার জন্য খানিক অপেক্ষা করতে হবে। প্রতিশোধ নয়, কর্মদক্ষতার মাধ্যমে জবাব দিন।
বৃশ্চিক (SCORPIO): মনে সংশয় থাকলে বড় কাজে পরাজিত হতে পারেন।ব্যবসায় উন্নতি চাইলে অভিজ্ঞ লোকের পরামর্শ দরকার। স্ত্রীর কাছে গর্ব অনুভব করবেন।
ধনু (SAGITTARIUS): কাজের ব্যস্ততা থাকলেও স্বাস্থ্য সুন্দর থাকবে। আবেগ নিয়ন্ত্রণে রেখে ব্যবসায়ীক সিদ্ধান্ত নিন। বাড়িতে চুরির সম্ভাবনা রয়েছে, চোখ কান খোলা রাখুন।
মকর (CAPRICORN): পৈত্রিক সম্পত্তি লাভের যোগ রয়েছে। উপার্জন বাড়াতে চাইলে যোগাযোগ বৃদ্ধি করুন। জীবন আপনাকে নতুন শিক্ষা দেবে।
কুম্ভ (AQUARIUS): স্ত্রীর বুদ্ধিতে বড় বিপদ থেকে মুক্তি পাবেন। মানসিক শান্তি পেতে যোগাসন ও ধ্যান করুন। শান্তিপূর্ণ ও নির্ঝঞ্ঝাট দিন উপভোগ করবেন।
মীন (PISCES): আধ্যাত্মিক ও ধর্ম আলোচনায় মনে তৃপ্তি লাভ করবেন। অংশীদারি ব্যবসায় বড় বিপদের সম্মুখীন হতে পারেন। বাড়িতে অপ্রত্যাশিত অতিথির আগমন ঘটবে।