অফবিটনিউজ

করোনাসুর কে বধ করতে ডাক্তার রূপে এবার মর্ত্যে এলেন মা দূর্গা, হালিশহরের অভিনব থিম এবার লোকমুখে

নতুন বছরের শুরু থেকেই গোটা বিশ্ব সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা আতঙ্ক। করোনা ভাইরাসের আতঙ্কে মানুষ কে হতে হয়েছে ঘর বন্দি এই মুহূর্তে প্রভাব কিছুটা কম হলেও এখনো দূর হয়নি এই করোনা -র আতঙ্ক। আর সেই আতঙ্কের কারণেই বাতিল করে দেওয়া হয়েছে বিভিন্ন উৎসব ও আনন্দ অনুষ্ঠান। তবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গা পুজো বাতিল করে দেওয়া হয়নি সরকার নির্দেশিত বিভিন্ন বিধিনিশেষধ পালন করেই আয়োজন করা হবে পুজোর। তাই বাংলার ঘরে ঘরে আতঙ্কের মাঝেও শুরু হয়েছে পুজোকে ঘিরে আবেগ।

আর এবার পুজো কমিটি গুলিও তাদের বাজেটে করেছে অনেকটাই কাটছাট। তবে কলকাতার হালি শহরের পূজা মণ্ডপে মা দূর্গা অবতীর্ন হয়েছেন চিকিৎসক রূপে। করোনা ভাইরাস থেকে দেশ তথা বাংলার মানুষকে মুক্তি দিতেই যেন এবার মরতে পা রেখেছেন দেবী দূর্গা। একাহার করোনা থেকে মুক্তি দিতে কঠোর পরিশ্রম করে চলেছেন চিকিৎসক -নার্স -পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা। তাই তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্যই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই থিমের বলে জানিয়েছে পুজো কমিটি।

দেবী দুর্গার নাম দেওয়া হয়েছে করোনাসুরমর্দিনী।মহিষাসুরের মস্তকের রূপ দেওয়া হয়েছে করোনা ভাইরাস আকারের। দেখা যাচ্ছে দেবী দূর্গা করোনা রুপি অসুর কে ত্রিশূল দিয়ে বধ করছেন। দেবী দুর্গার পাশাপাশি লক্ষ্মী , সরস্বতী ও কার্তিক, গনেশ হাজির হয়েছেন , স্বাস্থ কর্মী ও পুলিশ কর্মী রূপে। যারা এই বছর করোনার বিরুধ্যে লড়াই করার জন্য রয়েছেন প্রথম সারিতে।

হালিশহরের এই পুজোকমিটি মানুষের কাছে পৌঁছে দেবে তাদের অসাধারণ ভাবনা।সেই সাথে মানুষের মনে পৌঁছে দেবে করোনা যোদ্ধাদের বার্তা। সাথে থাকবে করোনা বিধি মেনে চলার বিভিন্ন বার্তা। পুজো কমিটি যেন এবার মায়ের কাছে প্রাথনা করছে যে এবার গোটা বিশ্ব থেকে যেন করোনা মুক্ত করে যান মা। মর্ত্যবাসীকে যেন মা রক্ষা করেন করোনা রুপি অসুরের কাছ থেকে।

Back to top button