অফবিট

এক পা ছাড়াই ক্রাচকে সঙ্গী করেই জমিতে চাষ করছেন এই কৃষক, চলছে তার জীবন

তার এক পা নেই কিন্তু মনে আছে অদম্য মসাহস আর জেদ। তাই একটা ক্রাচ কে সম্বল করেই নিজেই নিজের কাজ করে চলেছেন এক চাষি।
সম্প্রতি টুইটারে এক আই এফ এস অফিসার ওই চাষির একটি ভিডিও পোস্ট করে। আর সেই ভিডিওটি টুইটারেই রীতিমত ভাইরাল হয়ে যায়।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে একটি পা না থাকা সত্ত্বেও এক চাষি তার কাজ করে চলেছেন আপন খেয়ালে। আর এই ভিডিও দেখেই নিতে পারেন প্নেকে অনুপ্রেরণা। শুধুমাত্র অজুহাত দেখিয়ে যারা নিজের কাজ করতে চানান তাদের জন্য এই ভিডিওটি একটি আদর্শ উদাহরণ হয়ে উঠবে।

মানুষ শারীরিক অবস্থার প্রতিবন্ধকতা সত্ত্বেও কিভাবে তার কাজ নিয়ে মত্ত থাকতে পারে ভিডিওতে যেন সেই উদাহরণ হিসেবে কাজ করে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে দেশের সকল মানুষ তাকে কুর্নিশ জানিয়েছে। আপনিও দেখেনিন সেই ভিডিওটি –

 

Back to top button