Viral: শিক্ষকের ডাকেই ঘুম ভাঙে পড়ুয়াদের, সকালে পড়াশোনার অভ্যাস করাতেই মাস্টারমশাই নিলেন উদ্যোগ
মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন। আর সেই তালিকা থেকে বাদ নেই সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটি।
বলিউড থেকে টলিউড বিভিন্ন সেলেব্রিটির ভিডিও ভাইরাল হয় বিভিন্ন সময়। সেলেব্রিটিদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের দুর্দান্ত নাচ ও গানের মাধ্যমে মাঝে মাঝেই ভাইরাল হয়ে যান সোশ্যাল মিডিয়ায়। আবার ঝুমা বৌদির মতো একাধিক সেলিব্রিটিরা আছেন তারা তাদের বিভিন্ন হট ফটো শুটের মাধ্যমে কেড়ে নেন পুরুষের হৃদয়। তাদের হট ছবি যেন মুহূর্তেই ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়।
তবে এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন এক শিক্ষক মহাশয়। যিনি প্রতিদিন সকালে উঠে বাড়ি বাড়ি গিয়ে পড়ুয়াদের ঘুম থেকে তোলেন সকালে পড়তে বসানোর জন্য। শুধু একদিন দুদিন নয় শিক্ষক মহাশয় প্রতিদিন খেয়াল রাখেন তার ছাত্র-ছাত্রীদের। সকাল হলেই মোটর সাইকেল নিয়ে বের হয়ে যান সমস্ত ছাত্রের বাড়ি বাড়ি গিয়েই গেট থেকে ডাক দিয়ে তোলেন তার প্রিয় ছাত্রছাত্রীদের।