অফবিটনিউজ

সুশান্ত কান্ডে গ্রেফতার শৌভিক,জানুন বিস্তারিত

সুশান্ত সিং এর মৃত্যু দিয়ে যত দিন যাচ্ছে ততো চাপে পড়ছে রিয়া ও তার ভাই। এই ঘটনার তদন্ত মুম্বাই পুলিশ ও বিহার পুলিশ পেরিয়ে তদন্তের দায়িত্ব চলে গেছে CBI এর হাতে।

তবে বেশ কিছু জেরা করায় মিলেছে অনেক তথ্য । সিবিআইয়ের পাশাপাশি সুশান্তের মৃত্যুর তদন্ত করছে ইডি ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। আর এবার সেই তদন্তে মাদক চক্রে গ্রেফতার হলেন রিয়া চক্তবর্তীর ভাই শৌভিক চক্রবর্তী।

আজ সকাল থেকেই শৌভিক চক্রবর্তীকে নানা রকম জেরা করে এনসিবি।চাপের মুখে পরে অবশেষে সত্যি স্বীকার করে রিয়ার ভাই শৌভিক। শৌভিক জানায় রিয়াই নির্দেশেই ড্রাগ আনা হত। সুশান্তের প্রাক্তন হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডার মাধ্যমেই ড্রাগ কেনা হত বলে জানিয়েছেন শৌভিক।

এমনকি একাধিক ড্রাগ ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ রয়েছে রিয়া চক্রবর্তীর। শৌভিকের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে উঠে এসেছে একাধিক মাদক ব্যবসায়ীর নাম। ইতিমধ্যেই ভিলাত্রা,বসিত, ফৈয়াজ ও কাইজান নামে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এনসিবি।

Back to top button