অফবিট

রেকর্ড গড়তে অভুক্ত অবস্থায় কবরে কাটালেন ১০ দিন, অবাক মানুষরা

এই পৃথিবীতে আছে বিভিন্ন ব্যতিক্রমী মানুষ তারা বিভিন্ন ব্যতিক্রম ধর্মী কাজ করে পড়ে যান মানুষের নজরে। অনেকেই এরকম ব্যতিক্রমী কাজ করে নাম লেখান গিনেস বুক অফ রেকর্ডে। আর সেই রেকর্ডে নাম তোলার জন্য তারা জীবনের ঝুঁকি নিতেও পিছপা হননা। আর আশ্চর্যের বিষয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তারা মৃত্যু ভয় কে জয় করে অনায়াসেই করে ফেলেন নতুন নতুন রেকর্ড।

আর এবার সেই রেকর্ড করার জন্যই চেক প্রজাতন্ত্রের এক ব্যক্তি জারাদকা এমন কাজ করেছেন যা হয়তো গোটা পৃথিবীর কেউই করতে পারবেন না। তিনি টানা ১০ দিন কোনোরকম খাদ্য ও পানীয় ছাড়াই একটি কবরে বন্দি হয়ে ছিলেন।সেই কবরের চারপাশে বেশ ভালো করেই মাটি দিয়ে পুঁতে দেওয়া হয়েছিল যেমনটা সাধারণ কবরে দেওয়া হয়ে থাকে। শুধু একটি ভেল্টিলেশন পাইপের সাহায্যে অক্সিজেন যাতায়াত করার ব্যবস্থা রাখা হয়েছিল।

এভাবে টানা ১০ দিন থাকার পর তিনি সবার সামনেই কবর থেকে উঠে আসেন সুস্থ সবল ভাবেই। তার এই কাজ দেখে অবাক হয়ে গেছেন আসে পাশের লোক সহ বিভিন্ন দেশের মানুষ।

Back to top button