সমুদ্রে ভেসে এলো অদ্ভুত এক প্রাণী, দাম তার আকাশ ছোঁয়া
দেখতে অদ্ভুত দর্শনের এক সামুদ্রিকপ্রাণী ব্রিটেনের সমুদ্র সৈকতে ভেসে এলো। সম্প্রতি মার্টিন গ্রিন নামের এক ব্যক্তি তার পরিবারকে নিয়ে ব্রিটেনের নর্থ ওয়েলসের কার্নারফোন সমুদ্র সৈকতে ঘুরতে যান। সেখানে তারা একটি কাঠের টুকরোর মতো বস্তুই পরে থাকতে দেখেন। প্রথমে তিনি ভেবেছিলেন সমুদ্র থেকে কোনও কাঠের টুকরো ভেসে এসেছে। আর সেই সময় কাছে গিয়ে দেখেন সেটি আসলে একধরণের সামুদ্রিক প্রাণী নাম কলোনি। আর সেই প্রাণীর ছবি তিনি ফেসবুকে পোস্ট করেছেন যা ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে।
সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আমার স্ত্রী জেম্মা প্রথমে এটি দেখতে পেয়েছিলেন। সে আমাকে বলে, ওই দেখো কী পড়ে রয়েছে।
এরপর গ্রিন ও তার ছেলে গুগলে সার্চ করে দেখেন এই জিনিসটি এক ধরণের বার্ণাকলস। আর এই বিরল প্রজাতির বার্ণাকলস স্পেন ও পর্তুগালের একটি জনপ্রিয় খাবার। স্পেন ও পোর্টগালে একটি বার্ণাকল প্রায় ২৫ পাউন্ড হিসেবে বিক্রি হয়ে থাকে। কার্নারফোন সমুদ্রে সেই বার্ণাকলস ছিল প্রায় দু হাজারের বেশি। অর্থাত্ সামুদ্রিক ওই প্রাণীর একটি ঝাঁকের দাম হবে প্রায় ৫০হাজার পাউন্ডের মতো।
যদিও গ্রিন ওই সমুদ্র সৈকতে ঠিক কোথায় ওই প্রাণীর সন্ধান পেয়েছেন সেই সম্পর্কে নির্দিষ্ট করে কিছুই জানান গ্রিন। কারণ কোনও সুযোগসন্ধানী অসাধু ব্যক্তি সেই ঝাঁক নষ্ট করে দিতে পারেন।