অফবিট

জিন্স প্যান্ট পড়েই নাচলেন ঠাকুরমা, সোশ্যাল মিডিয়াতে প্রশংসার বন্যা

অনেকেই কোথায় কোথায় বলে থাকেন যে মানুষের বয়স একটি সংখ্যামাত্র। মানুষ যতই বয়সের দিক দিয়ে বড় হয়ে যাক না কেন মনের দিক দিয়ে সে থাকে কম বয়সেরই। তাইতো একজন বয়স্ক ব্যক্তি এমন কাজ করে দেখতে পারেন যা কোনো তরুণ -তরুণীর ক্ষেত্রে করে দেখানো সম্ভব হয়ে ওঠেনা। আর মানুষের মনে যদি কোনও কিছু করার ঝোক সুপ্ত থাকে তাহলে সে সেই সুপ্ত ইচ্ছে সুযোগ পেলেই পূরণ করে ফেলবেন। আর এবার সেরকমই এক কাজ করে দেখালেন এক বৃদ্ধা ঠাকুরমা।

গেঞ্জি ও নীল রঙের জিন্স পড়ে দুর্দান্ত নাচ নেচে ফেসবুকে ঝড় তুললেন এক বৃদ্ধা ঠাকুরমা। তার সাথে ছিল একটি সেড ব্যাগ ও মোবাইল। আর গানের তালে তালে তাল রেখে সুন্দর নাচে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুললেন এই ঠাকুমা। আর তিনি নাচ করার জন্য বেছে নিয়েছেন ‘আমি কলকাতার রসগোল্লা গানটিকে।

তবে ভিডিওতে ওই বৃদ্ধাকে দেখে মনে হচ্ছে যে তিনি হয়তো অন্য কারো অনুরোধ রাখতেই এমন নাচ করেছেন। তবে এর আগে এক বৃদ্ধা রীতিমতো ভাঙড়ের ছন্দে নেচে সোশ্যাল মিডিয়াতে তাক লাগিয়ে দিয়েছিলেন।

Back to top button