অফবিট

বিষাক্ত সাপের উপরে হঠাৎ ঝাঁপিয়ে পড়লো ঈগল, তুমুল লড়াইয়ের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

আমরা সকলেই জানি ঈগল হলো শিকারী পাখি। কারণ ঈগল এমন এক পাখি যে তার প্রবল ইন্দ্রিয় শক্তির সাহায্যে নিমেষেই ধরে ফেলে তার শিকারকে। বন্যপ্রাণীদের মধ্যে শিকার ধরার ক্ষেত্রে অন্যতম উদাহরণ হলো এই ঈগলপাখি। আমরা বিভিন্ন পাঠ্যপুস্তক থেকে ছোটবেলার থেকেই জানি ঈগল পাখির শিকার ধরার কথা সম্পর্কে।

আর এক বন্যপ্রাণীদের মধ্যে ভয়ঙ্কর হলো বিভিন্ন রকমের বিষাক্ত সাপ। কারণ কোনও একটি বিষাক্ত সাপের একটি কামড়েই মানুষ হারিয়ে ফেলে তার প্রাণ। আর যদি খাদ্য শৃঙ্খল বিষয়ে আলোচনা করা যায় তাহলে দেখা যাবে সাপ ও ঈগল হলো সর্বোচ্চ খাদক শ্রেণীর। আর এদের প্রধান খাদ্য হলো মাংস। আর যদি এই দুই সর্বচ্চো খাদকের মধ্যে লড়াই বেঁধে যায় তা যে তুমুল ধরণের হবেই সেটা ধারণা করা যায়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এমনি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি ঈগল ও সাপের মধ্যে হচ্ছে তুমুল লড়াই। সবার প্রথম ঈগলটি সাপকে অতর্কিতে আক্রমণ করে লেজ ধরে টানতে থাকে। এরপর বিষাক্ত সাপটি নিজেকে রক্ষা করার জন্য স্বাভাবিক ভাবেই রেগে গিয়ে ফোন তুল্লে সাথে সাথে সরে যায় ঈগলটি। কিন্তু ভয় পেলেও ছাড়বার পাত্র নয় ঈগল ও সে আবার সাপকে পরাজিত করতে আবার যোগ দেয় লড়াইয়ে। আর সেই লড়াইয়ের ভিডিও এখন ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওটি দেখতে ক্লিক করুন নিচের লিংকে –

Back to top button