চোখের পরীক্ষা: সমুদ্রের এই প্রানীগুলোর মধ্যে লুকিয়ে আছে একটি মাছ, রইল ৫ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ
অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিবিভ্রম সমাজমাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সারা দিনের কাজের ফাঁকে এই ধরনের ছবির ধাঁধায় দিব্যি কেটে যায় অবসর। যেমন সময় কাটে, তেমন এতে মনও হালকা হয়। সেই রকমই একটি মন ভালো করা দৃষ্টিবিভ্রমের ধাঁধা সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
ফটোতে দেখুন একটি সমুদ্রের নিচের দৃশ্য ফুটে উঠেছে। অক্টোপাস থেকে কচ্ছপ কার্যত সব কিছুই দেখা গেছে এই ফটোতে। সমুদ্রের তলার কার্যত সব সামুদ্রিক প্রাণীরাই আছে তা বুঝতে বাকি নেই। তবে জানেন কি এই ফটোর মধ্যে সমুদ্রের অন্য প্রাণী গুলির সাথে একটি মাছও আছে। আপনি পারবেন সেই মাছটিকে খুঁজে বের করতে?
আপনি অবশ্য চেষ্টা করে দেখতে পারেন। মাত্র ৫ সেকেন্ড সময় পাবেন সঠিক উত্তর দেওয়ার জন্য। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বেশ অতিরিক্ত চেষ্টা করতে হবে। তাহলে এবার আপনার নির্দিষ্ট সময় শুরু হয়ে গেল। ধীরে ধীরে চেষ্টা ও করুন ফটোটা ভালো করে দেখুন।
আপনিও পারলেন না তাহলে এই প্রশ্নের উত্তর দিতে? চলুন আমরাই তাহলে সঠিক প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। ফটোর একদম ডানদিকে দেখুন ঘাসের মধ্যে সবুজ রঙের একটি মাছ দেখা যাচ্ছে।