অফবিট
অবাক কান্ড! বেঁচে থাকতে প্রয়োজন নেই অক্সিজেনের, পাওয়া গেলো বিরল এক প্রাণী
আমরা জানি পুরো প্রাণিজগতের বেঁচে থাকার জন্য প্রয়োজন হয় অক্সিজেনের। আর সারা পৃথিবীর প্রায় সকল প্রাণী বেঁচে থাকার জন্য নির্ভর করে অক্সিজেনের উপর।অক্সিজেন ছাড়া প্রাণীর বেঁচে থাকা যেন এই অসম্ভব ভাবনা। কিন্তু নতুন এক প্রাণীর সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। জেলিফিশ গোত্রের এইচ সালমিনিকোলা নামের এক প্রাণী আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা।আর এই প্রাণীর বিশেষ বৈশিষ্ট হলো এই প্রাণীর বেঁচে থাকতে কোনোরকম অক্সিজেনের প্রয়োজন হয়না।
বিজ্ঞানীরা এই নতুন আবিষ্কৃত প্রাণীটির সম্পর্কে জানিয়েছেন যে এই প্রাণীর জিনোমে মাইট্রোকন্ড্রিয়া তৈরী করতে পারে এমন কোনো জিনের সন্ধান পাওয়া যায়নি।আমরা জানি মাইট্রোকন্ড্রিয়া হলো এক ধরনের কোষীয় অঙ্গাণু যার সাহায্যে অক্সিজেন ভেঙে তৈরী হয় এডিনোসিন ট্রাই ফসফেট।