ব্রাজিলের ‘অ্যালিগেটর’ মাছ পাওয়া গেলো বেহালায়, অবাক স্থানীয় বাসিন্দারা
যে মাছ কে সচরাচর দেখা যায় ব্রাজিলে। সেই মাছের দেখা পেলো বাঙালি বেহালার সেন পল্লী পুকুরে! আজ বেহালার এমন একটি ঘটনায় শোরগোল পরে গেছে গোটা এলাকায়।আজ বেহালার পুকুরে মাছ ধরতে আসা এক ব্যক্তির বড়শিতে উঠে এসেছে ভিনদেশি এই মাছ।এই মাছ উঠে আসার পর শুরুতে সকলেই অবাক। আর এই মাছ দেখে সেখানে উপস্তিথ জনতার হতবাক। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে ওঠে গোটা এলাকায়।
জানা গেছে এই মাছ পাওয়া যে যায় এক মাত্র ব্রাজিল দেশের গাল্ফ কান্ট্রিজ এলাকায় এবং এই বিরল প্রজাতির মাছের নাম এলিগেটর ফিস।1
এলাকার পরিচিত যুবক শান্তুনু প্রতিদিন ওই এলাকার পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে যায়।কিন্তু আজ তার বড়শিতে এই মাছ উঠে আসায় ছড়িয়ে পরে চাঁচল গোটা এলাকা জুড়ে।শান্তুনু ওই মাছ ধরে নিয়ে নিজের বাড়ির জলেই রেখে দিয়েছে।
ওই যুবক ইতিমধ্যে মাছটির পরিচর্যা শুরু করে দিয়েছে।হতবাক এলাকাবাসীর এখন একটাই আলোচনা ব্রাজিলে যে মাছ পাওয়া যায় সে মাছ কি করে বেহালায় এলো!