পাকিস্তান ক্রিকেট দলের জন্য ভারত সরকারের কাছ থেকে ভিসা পাওয়ার প্রক্রিয়া এখনও শেষ হয়নি। ২৯ সেপ্টেম্বর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তাদের প্রথম বিশ্বকাপ ম্যাচের মাত্র এক সপ্তাহ বাকি থাকলেও এখনও পর্যন্ত ভিসা পায়নি পাকিস্তান।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা জানান, পরিস্থিতি এখন তাদের পক্ষে নেই, তাই তারা এখন দুবাইতে যাওয়ার ঝুঁকি নিতে পারবেন না। কারণ সেটা করলে তাদের হাতে সময় কম থাকবে। ২৯ সেপ্টেম্বরের আগের মুহূর্তে ভিসা হাতে পেলে পাকিস্তানের সমস্যা আরও বাড়বে। ফলে তারা দুবাই যাওয়ার পরিকল্পনা বাতিলের পথে।
পাকিস্তান ক্রিকেট দলের পরিকল্পনা ছিল, ভারতে খেলতে আসার আগে তারা দুবাইতে গিয়ে বিশ্বকাপের প্রস্তুতিতে ক্যাম্প করবে। সেখান থেকে তারা সরাসরি ভারতের হায়দরাবাদে আসবে। কিন্তু এখনও ভিসা না মেলায় পাকিস্তান দুবাইয়ের পরিকল্পনা বাতিল করতে চলেছে। ফলে সরাসরি তারা হায়দরাবাদে আসবে।
পাকিস্তানকে ভারত সরকার আশ্বস্ত করেছিল তাদের ভিসা পেতে সমস্যা হবে না। কিন্তু এখনও ভিসা দেওয়া হয়নি তাদের। তবে কোনও সরকারের পক্ষ থেকে ভিসা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।
পাকিস্তান বাদে বাকি দলগুলোকে ভিসা দেওয়া হলেও তারা কেউ ভারতে পা দেয়নি। ফলে পাকিস্তানের হাতে সময় রয়েছে পর্যাপ্ত।
পাকিস্তান ক্রিকেট দলের ভিসা পেতে সমস্যা হলে পাকিস্তানের ক্রিকেট সমর্থকদেরও ভিসা পেতে সমস্যা হবে বলে মনে করছেন অনেকে।