চলতি বছরের ৬ জুলাই শুরু হয়েছিল জি বাংলা টেলিভিশনের ‘কাদম্বিনী’। আর এই সিরিয়াল টি এখন টিআরপি কমে যাওয়ার কারণে বন্ধ হওয়ার মুখে। তবে এখন প্রশ্ন উঠছে কেন ‘কাদম্বিনী’ টিআরপি পেলো না। সেই প্রসঙ্গে টলিপাড়ার বিভিন্ন জন দিয়েছে বিভিন্ন মতামত। তবে তাদের মধ্যে বেশির ভাগেরই মন্তব্য যে গতানুগতিক সিরিয়ালের মডেলে গল্প না এগোনোর কারণেই দর্শকরা ‘কাদম্বিনী’ দেখার উৎসাহ হারিয়ে ফেলেছেন।
অর্থাৎ বেশিরভাগের মত অনুযায়ী যেকোনো সফল সিরিয়ালে থাকবে একজন নায়ক ও তার স্ত্রী সেই সাথে নায়কের প্রেমিকা এই নিয়ে হবে ত্রিকোণ প্রেম। আর না হয় সিরিয়াল জুড়ে থাকবে সাংসারিক কূটকচালি। অথবা কোনো যৌথ পরিবারের অতিনাটকীয়তা। আর এই ‘কাদম্বিনী’ সিরিয়ালে দর্শকরা সেই সবের কিছুই পাননি। এমনকি এটাও শোনা গেছে যে যাদের বাড়িতে টিআরপি মাপার যন্ত্র বসানো রয়েছে তারাও ‘কাদম্বিনী’ ছেড়ে বেশি আগ্রহী ছিল ‘কৃষ্ণকলি’, ‘মোহর’, ‘শ্রীময়ী’ ইত্যাদি সিরিয়াল নিয়ে। আর টিআরপির হিসেবে তাই তুলে ধরেছে।
কাকতালীয়ভাবে উল্লেখযোগ্য যে ১০ বছর আগে একটি সিরিয়াল শুরু হয়েছিল গ্রাম থেকে উঠে আসা এক সাধারণ মেয়ের ডাক্তার হয়ে ওঠার গল্প নিয়ে। সেই সিরিয়ালও টিআরপি না থাকার কারণে ১০ টি এপিসোড পরে বন্ধ হয়ে গিয়েছিলো।
প্রসঙ্গত উল্লেখযোগ্য জি বাংলার নিজস্ব প্রযোজনায় তৈরী রানী রাসমণির টিআরপিও এখন পার্টির দিকে। কিন্তু সেই সিরিয়াল এখনো বন্ধ করা হয়নি। ওয়াকিবহাল মহলের দাবি যে চ্যানেলের নিজস্ব প্রযোজনার কারণেই সেটা বন্ধ করা হচ্ছে না। কিন্তু কাদম্বিনী বাইরের প্রযোজনা সংস্থা হওয়ার কারণেই খুব তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হচ্ছে বলে মনে করছেন অনেকেই।তবে ‘রাসমণি’ এক বছরে গতানুগতিক ছন্দেই চলে এসেছে। তাই সেই সিরিয়াল নিয়ে সেরকম কিছুই ভাবার নেই