করোনার থাবায় বন্ধ হয়ে গিয়েছে গোটা দেশ ,শিক্ষা প্রতিষ্ঠান গুলি। করোনার হাত থেকে রক্ষা পেতে দেশে শুরু হয় লোকডাউন। আর এই লোকডাউনে ভেঙে পরে দেশের অর্থনীতি।
চলতি মাসের প্রথম দিক থেকেই দেশে শুরু হয় আনলক-৪। একে একে খোলা শুরু হয় সব,খুলেছে শপিং মল , রেস্তোরা এবং বিভিন্ন দোকান। কিন্তু এখনো পর্যন্ত স্কুল কলেজ খোলার অনুমতি দেওয়া হয়নি কেন্দ্র থেকে । অবশেষে ২১ সেপ্টেম্বর থেকে স্কুল খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র।তবে এই ক্ষেত্রেও মেনে চলা হবে বহু নিয়ম। পুরোপুরি না হলেও আংশিকভাবে খোলা হবে স্কুল। শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরই স্কুলে যাওয়ার অনুমতি থাকবে ।তবে সেক্ষেত্রে বাকিদের জন্য অনলাইনেই ক্লাস চলবে বলে জানিয়েছে কেন্দ্র।
মেনে চলতে হবে কিছু নিয়ম ,পড়তে হবে মাস্ক, স্যানিটাইজারের ব্যবস্থাও করতে হবে। শিক্ষক শিক্ষিকাদের পঞ্চাশ শতাংশই ক্লাসে আসতে পারবেন। ক্লাস, স্টাফ রুম, অফিস, ক্যাফেটেরিয়ায় ও বাকি সব ক্ষেত্রে সোশ্যাল ডিসট্যান্স মেনে চলার কথা বলা হয়েছে।