কবে থেকে চলবে লোকাল ট্রেন? পরিকল্পনার কথা জানিয়ে দিলো পূর্ব রেলের ম্যানেজার
দেশে আনলক -৪ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেলেও এখুনি খুলছে না অনেক পরিষেবা। ইতিমধ্যে মেট্রো ও স্কুল খোলার বিষয়ে নির্দেশ এলেও লোকাল ট্রেন কবে খুলবে তাই নিয়ে সরকারি ভাবে কোনো নির্দেশ এখনো আসেনি। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে পূর্ব রেলের ম্যানেজার সাইট শর্মা জানিয়েছেন কলকাতা ও শহরতলিতে এখুনি চালু হচ্ছে না ট্রেন। কারণ শহরতলীর রেলস্টেশন গুলিতে ভিড় নিয়ন্ত্রণ করার মতো পরিকাঠামো নেই।
মেট্রো রেল চালু হলেও থাকছে অনেক বিধি নিষেধ।যাত্রীদের মানতে হবে সামাজিক দুরুত্বের নিয়ম। মাস্ক পরে আসতে হবে যাদের মাস্ক নেই তাদের জন্য মাস্ক বিক্রি করবে মেট্রো রেল। আর যেসব স্থানে যাত্রীদের ভীড় বেশি থাকবে সেইসব স্থান বারবার স্যানিটেজ করতে হবে। বুকিং কাউন্টার , প্লার্টফর্ম ও এএফসি গেটে দাঁড়ানোর সময় কমপক্ষে ৬ ফুটের দুরুত্ব বজায় রাখতে হবে।
পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুনীত শর্মা লোকাল ট্রেন চালু করা প্রসঙ্গে সাংবাদিকদের বলেন “অনেকগুলি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে৷ ভিড় সামলানোর যে পরিকাঠামো মেট্রো স্টেশনগুলিতে রয়েছে, আমাদের তা নেই৷ মেট্রো যে পরিকল্পনা নিয়েছে, তা কতখানি কার্যকর হয় আগে খতিয়ে দেখতে হবে৷ লোকাল ট্রেন পরিষেবা শুরু করা নিয়ে আমরা রাজ্যের সঙ্গেও আলোচনা করব৷ কিন্তু এখনই আমাদের লোকাল ট্রেন পরিষেবা শুরু করার কোনও পরিকল্পনা নেই”।