নিউজ

আমরাই কৃষকদের আয় বাড়িয়েছি, কৃষি বিল সম্পর্কে বললেন মোদী

সম্প্রতি লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়ে গেছে নতুন কৃষি বিল। বিরোধীদের বিরোধ থাকা সত্ত্বেও ধ্বনিভোটেই পাশ হয়ে যায় এই বিল। আর এই বিল পাশ হওয়া নিয়ে তৈরী হয়েছে বিভিন্ন রাজনৈতিক লড়াই। আর সেই লড়াইয়ে কোথাও কোথাও দেখা গিয়েছে কৃষকদের শামিল হতে। বিশেষ করে পাঞ্জাবের কৃষকরা নতুন এই কৃষি বিল নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে বেশি।

লোকসভা ও রাজ্যসভায় কৃষিবিল ধ্বনিভোটে পাশ করিয়ে নিলেও, এই বিষয় নিয়ে সরকারকে তীব্র বিরোধিতা মুখোমুখি হতে হচ্ছে। এদিন দীনদয়াল উপাধ্যায়ের ১০৪তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী ভাষণ দেন। সেখানে তিনি এই নতুন কৃষি বিল নিয়ে বিরোধীরে সরাসরি আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই প্রসঙ্গে বলেন, কৃষকদের ভুল বোঝানো হচ্ছে। এর পাশাপাশি তাঁর আরও সংযোজন, তাঁর সরকারের আমলেই কৃষকরা সবথেকে বেশি সুযোগ পেয়েছে। আয় বাড়াতে পেরেছে।

অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়, ‘করে বোঝা বাড়লেও, এতদিন কৃষকদের যায় বাড়েনি। বিজেপির নেতৃত্বে NDA সরকারই চাষিদের কথা ভেবেছে। আগের চেয়ে দেড়গুণ বেশি সহায়ক মূল্য তুলে দিয়েছে তাদের হাতে। ব্যাংকের সঙ্গে কৃষকদের সরাসরি সংযোগ স্থাপন করে সচেষ্ট হয়েছে সরকার।’

Back to top button